সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন,
আমিও ভালো আছি।আজ খুবই গুরত্বপূর্ণ একটি পোষ্ট নিয়ে হাজির হলাম।আজ আমি দেখাবো যে অ্যাপ ২টি ফোনে রাখা ঠিক হবে না। আমরা নানা কারণে ফোনে অ্যাপ ইন্সটল করে থাকি হোক সেটা করণে বা অকারণে।
কিন্তু আমরা জানি না কোন অ্যাপ ফোনের জন্য ক্ষতিকর। এই ক্ষতি কারণ। সামলাতে গুগল প্লে স্টোরের জনপ্রিয় দুটি অ্যাপ সরাচ্ছে।অ্যাপ দুটি ১৫ লাক্ষবার ডাউনলোড করা হচ্ছে।অ্যাপ দুটি হলো ‘সান প্রো বিউটি ক্যামেরা’ ও ‘ফানি সুইট বিউটি সেলফি ক্যামেরা’ নামের অ্যাপ দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন অ্যাপ দুটি ফোনের জন্য ক্ষতিকর।
এই অ্যাপ ফোনে থাকলে ফোনের তথ্য চুরি হতে পারে।মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়ানডেরা জানিয়েছে অ্যাপ দুটি পপ-আপ বিঙ্গাপন দিয়ে টাকা ইনকাম করতো। তাছাড়া অ্যাপ দুটি সবসময় ব্যাকগ্রাউন্ডে রাখা হতো যার ফলে অধিকনহারে ফোনের চার্জ গ্রহন করতো।
বিঙ্গাপন দেখানো ছাড়াও অডিও রের্কড ও নানা ধরনের পারমিশন চায় অ্যাপ দুটি যা ফোনের তথ্য চুরি হতে পারে।এর জন্য গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে অ্যাপ দুটি।তাছাড়া অন্য একটি বিঙ্গতিতে জানা যায় আগে গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশে কোন নিয়ম নীতি লাগতো না কিন্তু এখন অ্যাপ পাবলিশে নিয়ম নীতি করা হয়েছে এবং অ্যাপ পাবলিশে অধিক হারে সময় লাগছে।
তাছাড়া গুগল প্লেস্টোরে ম্যালওয়্যার ক্ষতিকরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।‘ক্যামস্ক্যানার’ ও ‘জোকার’ নামের কিছু সংখ্যক অ্যাপ এই ম্যালওয়্যার ক্ষতিকর দিকটা ছড়াচ্ছে।এই অ্যাপ গুলো অধিক হারে বিঙ্গাপন,অনেক পারমিশন এবং ফোনের তথ্য থেকে শুরু করে ফোনের টাকা কেটে নেয়।তাছাড়া ২৪টি জোকার অ্যাপ যা ফোনের ক্ষতি করে থাকে এই গুলো হলো —বিচ ক্যামেরা, মিনি ক্যামেরা,সার্টেন ওয়ালপেপার, রেডওয়ার্ড ক্লিন, এজ ফেস, অল্টার মেসেজ, সবি ক্যামেরা, ডিক্লেয়ার মেসেজ, ডিসপ্লে ক্যামেরা, র্যাপিড ফেস স্ক্যানার, লিফ ফেস স্ক্যানার, ব্রড পিকচার
এডিটিং, কিউট ক্যামেরা, ড্যাজল ওয়ালপেপার, স্পার্ক ওয়ালপেপার,ক্লাইমেট এসএমএস, গ্রেট ভিপিএন, হিউমার ক্যামেরা, প্রিন্ট প্ল্যান স্ক্যান, অ্যাডভোকেট ওয়ালপেপার, রুডি এসএমএস মড, ইগনাইট ক্লিন, অ্যান্টিভাইরাস সিকিউরিটি সিকিউরিটি স্ক্যান,কোলাট ফেস স্ক্যানার।
তাছাড়া আরোও কিছু অ্যাপ আছে যা ফোনে ইনস্টল দিলে ফোনের ক্ষতিসহ তথ্য চুরি হতে পারে।এসব অ্যাপ সরাতে কাজ করছে গুগল।আমরা এইসব অ্যাপ থেকে সাবধানে থাকবো।
;
Report Print
About Author
0 Response to "যে অ্যাপ ২টি ফোনে রাখা ঠিক হবে না"
একটি মন্তব্য পোস্ট করুন