Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ই-পার্সপোট পাবেন যেভাবে-Droidtrick99






ই-পার্সপোট মূলত একটি অনলাইন  ভিত্তিক একটি পার্সপোট,যেখানে আপনি ঘরে বসেই পার্সপোট ভিত্তিক সকল কাজ করতে পারবেন।ইতিমধ্যে অনেকেই ই-পার্সপোটের জন্য আবেদন করে  ফেলেছ,ই-পার্সপোটের জন্য আবেদন শুরু হয়  ২২ জানুয়ারি থেকে।

ই-পার্সপোটর জামলা কম ও কম সময়ে ১০ বছর মেয়াদে পার্সপোট করা যায়,অনলাইনে প্রেমেন্টও চালু হয়েছে।সবথেকে বড় কথা হলো এটি একটি নিরাপদ পার্সপোট ও অনলাইনে এর আবেদন  ফরম ব্যবহার করতে হচ্ছে বলে সহজেই করা যাচ্ছে।

এটি দক্ষিন এশিয়াই ১ম ও সারা বিশ্বে ১১৯ তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পার্সপোটের কার্যকর্ম শুরু হচ্ছে।ই-পার্সপোট হলো একটি বায়োমেট্রিক একটি পার্সপোট,যা ব্যবহারকারির পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়।ই-পার্সপোটে যেসব বায়োমেট্রিকের জন্য নেওয়া হয়, ছবি,আঙুলে, ছাপ,চোখের আইরিশ



ই-পার্সপোট মূলত দুই ধরনের,একটি ৪৮ পাতায় ও অন্যটি ৬৪ পাতায়।সাধারণ ও অতি জরুরি জন্য ই-পার্সপোটে করা হয় তবে তার জন্য ফি বেশি গুনতে হবে। প্রাথমিকভাবে ঢাকার উত্তরা, যাত্রাবাড়ী ও আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সেবা শুরু হয়েছে।

কিভাবে আবেদন করবেন: 

ই-পার্সপোটের জন্য আপনাকে অনলাইনে  লগইন করতে হবে www.dip.gov.bd এই ঠিকানাই।লগইন করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।ওয়েবসাইটটিতে বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচন করার সুবিধা আছে।এই ফরম পূরণ করার পর পরবতী ধাপ গুলো,ছবি,ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ,ফি পরিশোধ করা। ফি পরিশোধের জন্য অনলাইন ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে টাকা জমা
দেওয়া যাবে। সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট দেওয়া হয় এবং এখন পর্যন্ত চালু করা অনলাইন পেমেন্ট পদ্ধতি হলো স্টারকার্ড, ভিসা, কিউ-ক্যাশ, মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ ও ডিবিবিএল নেক্সাস। অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার ব্রাউজারের পপ-আপ ব্লকার অক্ষম করতে হবে।


ফি কত? 

৫ বছর মেয়াদি ২১ দিনের সরবরাহ ৪০২৫ টাকা,

১০ দিনের দ্রুত সরবরাহ ৬৩২৫ টাকা,

 ২ দিনে সুপার এক্সপ্রেস ডেলিভারি ৮৬২৫ টাকা।


১০ বছর মেয়াদি ২১ দিন ডেলিভারি ৫৭৫০ টাকা,

১০ দিনের ডেলিভারি  ৮০৫০ টাকা

 ২ দিনের ডেলিভারি   ১০,৩৫০ টাকা।

 ৫ বছর মেয়াদি ২১ দিনের ডেলিভারি ৬৩২৫,

 ১০ দিনের ডেলিভারি ৮৬২৫,

 ২ দিনের ডেলিভারি ১২ হাজার ৭৫ টাকা,

১০ বছর মেয়াদি ২১ দিনের ডেলিভারি ৮০৫০,

১০ দিনের ডেলিভারি ১০,৩৫০ টাকা।

২ দিনের ডেলিভারি  ১৩,৮০০ টাকা।



অনলাইনে চেক করার পদ্বতি:

অনলাইনে চেক করার জন্য জন্মতারিখ ও আবেদনের ক্রমিক সংখ্যা  দিয়ে লগইন করলেই সব তথ্য পাওয়া যাবে।


NewsSource: Prothumalo News
Image: Shutterstock

Tag: #e-passport, #passport,#bdnews,#passportnews

;


Report Print

About Author


0 Response to "ই-পার্সপোট পাবেন যেভাবে-Droidtrick99"

একটি মন্তব্য পোস্ট করুন