Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলা লক্ষ্য রাখবেন


সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।আজ আমি দেখাবো পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলা লক্ষ্য রাখা উচিত।
পাওয়ার ব্যাংক আমরা সাধারণত মোবাইলে ব্যবহার করি।কিন্তু এর অনেক ব্যবহার লক্ষ্য করা যায়,আমরা ওটিজ(otg) ব্যবহার করে পাওয়ার ব্যাংক দিয়ে বাতি,ফ্যান, ব্যবহার করতে পারি।আমরা অনেক সময়  ফোন ব্যবহার করতে করতে ফোনের চার্জ শেষ করে ফেলি।তখন বিশেষ একটি কাজের জন্য আমাদের পাওয়ার ব্যাংক দরকার হয়ে পড়ে।কিন্তু বতর্মানে  বাজারে অনেক ধরনের পাওয়ার ব্যাংক আসছে।কোন পাওয়ার ব্যাংক ভালো হবে তার কোয়ালিটি কেমন হবে আমরা সবাই জানি না। তাই আমরা আজ দেখবো পাওয়ার ব্যাংক কিনার আগে কি কি বিষয়  লক্ষ্য রাখতে হবে।



পাওয়ার ব্যাংকেরর ক্যাপাসিটি:

বর্তমানে বাজারে অনেক ধরনের ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক পাওয়া যায়।আমরা ১৫০০ এমএএইচ থেকে শুরু করে হাজার হাজার ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক আছে।কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটি আপনার জন্য উপযোগী।ক্যাপাসিটির মানের উপর ভিত্তি করে পাওয়ার ব্যাংক যাচাই করা যায়। কেননা আপনার ফোনের ব্যাটারি যদি ২৫০০ এমএএইচ থাকে তাহলে আপনি ১০,০০০ ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক নিয়াই উত্তম।কেননা এই ধরনের পাওয়ার ব্যাংক ব্যাটারির কোন ক্ষতি সাধন করে না।১০,০০০ ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক আপনার  ফোনকে ৩ বার চার্জ করতে সক্ষম হবে।যদিও আপনার ফোনটিকে চার্জ করতে কিছু পরিমান ডেটা লস হয় এবং মোট ক্যাপাসিটির ৭৫%-৯৫% ডেটা পাওয়া যায়।যদিো কর্মদক্ষতার হার নির্ভর করে কোম্পানির উপর তাই পাওয়ার ব্যাংক কিনার আগে অব্যশই ক্যাপাসিটি বারো করে লক্ষ্য করতে হবে।


পাওয়ার ব্যাংকের পারর্ফোমেন্স খেয়াল করুন:

আপনি যদি পাওয়ার ব্যাংক কিনে থাকেন তাহলে এক বা দু-দিনে ব্যবহারে বুঝতে পারবেন না পাওয়ার ব্যাংকটা কেমন।তার জন্য আপনাকে অব্যশই আট-দশ দিন একাধারে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন।মনে রাখবেন একটি পাওয়ার ব্যাংক প্রথম আট- দশ রিচার্জ সাইকেল সম্পূর্ণ করার তার সর্বাধিক কার্যক্ষমতা প্রকাশ করে।


পাস থ্রু চার্জিং ফিচার:

পাওয়ার ব্যাংক কেনার প্রথমেই লক্ষ্য করুন পাস থ্রু চার্জিং ফিচার আছে কিনা।আমরা যখন নতুন কোন ফোন কিনে থাকি তখন ফোনের সাথে একটি ইউএসবি কেবল দিয়ে থাকে।তথাপি ঐরকম একটি ইউএসবি কেবল দিয়ে থাকে পাওয়ার ব্যাংক কোম্পানি গুলো।পাওয়ার ব্যাংক কেনার সময় শুধু পাওয়ার ব্যাংকেরর সাথে একটি ইউএসবি কেবল দিয়ে থাকে যেটা দিয়ে শুধু পাওয়ার ব্যাংকেরর চার্জ ইনপুট ও আউটপুট করা হয়।আর পাওয়ার ব্যাংকেরর সাথে যদি পাস থ্রু চার্জিং দেওয়া থাকে তাহলে আপনি যেখানে ইচ্ছা সেখানেই চার্জ ইনপুট ও আউটপুট করতে পারবেন 


প্রোটেকশন ফিচার দেখে নিন:

আমরা সাধারণত পাওয়ার ব্যাংক কিনে থাকি বিভিন্ন প্রোটেকশন ফিচার পাওযার জন্য।একটি কোম্পানি যখন নিজের প্রোডাক্ট বাজারে আনে তখন বিভিন্ন প্রোটেকশন ও ফিচার দিয়ে থাকে।পাওয়ার ব্যাংকে সাধারণত চার ধরনের পাওয়ার  দিয়ে থাকে।ওভার চার্জং প্রোটেকশন,ওভার ভোল্টেজ প্রোটেকশন,সর্ট সার্কিট প্রোটেকশন ও অধিক মাত্রায় গরম হওয়া থেকে প্রোটেকশন।এই চারটি প্রোটেকশন যদি আপনার পাওয়ার ব্যাংকে থাকে তাহলে আপনার ফোনের ক্ষতি কম ও চার্জার কর্মদক্ষতা বেড়ে যাবে


কোম্পানি যাচাই করে নিন:

বর্তমান বাজারে অনেক কোম্পানির পাওয়ার ব্যাংক পাওয়া যায় যা দামে সস্তা।দামে সস্তা ও কম এমইএইচ পাওয়ারের পাওয়ার ব্যাংক ব্যবহারে আপনার ফোনে ক্ষতি হতে পারে।তঁথাপি কোম্পানি যাচাই করে নিলে ভালো হবে।শাওমি কম্পানির পাওয়ার ব্যাংক ও হুয়াওয়ের পাওয়ার ব্যাংক অনেকটা ভালো মানের হয়ে থাকে।তাছাড়া সনি,ওয়ান প্লাস,স্যামসাং কোম্পানির পাওয়ার ব্যাংক কিনতে পারেন।


অতিরিক্ত ইউটিলিটির সুবিধা:

বর্তমানে যে পাওয়ার ব্যাংক গুলো পাওয়া যায় তা দিয়ে যে ফোন চার্জার করা  তা কিন্তু নয়।কিছু পাওয়ার ব্যাংক টর্চের সুবিধা আছে,আছে টাইম দেখার জন্য ঘড়ি ও তারিখ। আবার কিছু কিছু পাওয়ার ব্যাংকে এফএম রেডিও ও সাউন্ডের সুবিধা দেওয়া থাকে।তাই পাওয়ার ব্যাংক কিনার আগে অব্যশই অতিরিক্ত ইউটিলিটির বুঝে নিন।





;


Report Print

About Author


0 Response to "পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলা লক্ষ্য রাখবেন"

একটি মন্তব্য পোস্ট করুন