Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

কিভাবে গার্মেন্টস Styling চেক করতে হয়, স্টাইলিং চেক না করলে কি হয়?




কিভাবে STYLING চেক করতে হয়। যথাঃ-


১। বায়াবের অনুমদিত APPROVE PP SAMPLE অনুযায়ী clock WISE PROCESS BY PROCESS চেক করতে হয়।


২)APPROVE TRIM, APPROVE SAMPLE হাতে নিতে হবে এবং পুংখানু পুংখানু ভাবে আউট-পুট বডির সাথে STYLING মিলাতে হবে, (SPI কনফর্ম করতে হবে।।


৩)THREAD, ZIPPER, BUTTON, ELASTIC, BODY FABRIC ইত্তাদি APPROVE SAMPLE এবং বডির সঙ্গে কনফর্ম করতে হবে।


8)INTERNEL PP COMMENTS, BUYER এর SPECIAL COMMENTS এর সাথে APPROVE SAMPLE এবং আউট পুট বডি কনফর্ম করা।


৫) APPROVE SAMPLE এর সাথে আউট-পুট বডির প্রত্যেক সীম, লব এবং গেজ পুংখানু পুংখানু ভাবে চেক করে STYLING কনর্ফম করা।


৬/ TRIM CARD দেওয়া SIZE LABEL, WARNING LABEL মোট কথা যত প্রকার লেবেল TRIM CARD এ আছে আউটপুট বডির সঙ্গে কনফর্ম করতে হবে।


৭। কেয়ার লেবেল এর প্রিন্ট এর যাবতীয় ইনফরমেশন ট্রিম কার্ড এর কেয়ার লেবেলের সাথে ঠিক আছে  কিনা কনর্ফম করা।


৮/ সুতার কাউন্ট যেমন ২০/৩, ২০/৪, ২০/২ এবং ৪০/২, ইত্যাদি ট্যাগ স্যাম্পলের সাথে আউট পুট বডির সুতার কাউন্ট চেক করা ইত্যাদি।



STYLING চেক না করলে যেসব সমস্যা হতে পারে। যথাঃ-


  •  Styling Mistack
  •  Measurment Problem
  •  Workmen Shir
  •  Labe Size Mistack
  • Shading ইত্যাদি।

;


Report Print

About Author


0 Response to "কিভাবে গার্মেন্টস Styling চেক করতে হয়, স্টাইলিং চেক না করলে কি হয়?"

একটি মন্তব্য পোস্ট করুন