আমরা সবাই জানি গুগল হলো বিশ্বের সবথেকে বড় জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন।এমন কাউকে খুজে পাওয়া যাবে না যে গুগলে সম্পর্কে জানে না।অধিকাংশ মোবাইল ফোন ব্যবহারকারী গুগলে সার্চ করে তথ্য খুজে।আপনি জেনে অবাক হবেন যে বিং সার্চ ইঞ্জিনে সবথেকে বেশি সার্চ করা হয় গুগলকে।
গুগল প্রথমে শুরু করে দু-জন ছাত্র ল্যারি পেজ ও সের্গ্রেই ব্রিন।তারা চেয়েছিলেন এমন একটা পেইজ তৈরি করতে যাতে সব ওয়েব পেইজের তথ্য থাকবে এবং তা খুজে বের করা যাবে খুব সহজেই।
গুগল নামটি একজন প্রকৌশলী ভুলে করে দিয়েছিলেন।কিন্তু ল্যারি পেজ ও সের্গ্রেই ব্রিন এই ভুল নাম দিয়েই গুগলের নামকরণ করেন।googol এর অর্থ হলো একটি ১ এর পর ১০০ টি শুন্য।
গুগল ডুডলের হোম পেইজে যে গুরুত্বপূর্ণ ঘটনা বা চিত্র তুলে ধরা হয় তা ঘটেছিলো ১৯৯৮ সালে।
প্রথম গুগলের সার্ভার রাখা হয়েছিলো লেগো দিযে তৈরি একটি কাস্টম কেসে।
গুগলের হেডকোয়ার্টারের নাম হলো গুগলপ্লেক্স নামে এবং এটা ক্যালোফোনির্য়াই সিরিকন ভ্যালিতে অবস্থিত।
গুগলে হেডকোয়ার্টারটি অনেক বড় এবং ভেতরে বিশাল সবুজ জায়গা আছে।হেডকোয়ার্টারের সামনে একটি ডাইনোসরের একটি বিশাল মূর্তি আছে।
২০০১ সালে চালু হয় গুগল ইমেজ সার্চ। যার অনুপ্রেরণা ছিল ২০০০ সালে গ্যামি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে জেনিফার পরা সবুজ পোশাকে।এর পরেই গুগল সবথেকে বেশি জনপ্রিয় হয়।
গুগলের নিজস্ব ই-মেইল চালু হয় ২০০৪ সালের প্রহলা এপ্রিল ফুলস ডে।অনেকেই এটি রসিকতা ভেবেছিলো।
ইউটিউব ২০০৬ সালে গুগলের সাথে যুক্ত হয়।প্রায় দেড় কোটি ডলারের দামে গুগল এটিকে কিনে নেয়।বর্তমানে ইউটিউবের মাসিক ব্যবহারকারী ২০০ কোটি।
;
Report Print
About Author
0 Response to "জেনে নিন গুগল সম্পকিত কিছু তথ্য"
একটি মন্তব্য পোস্ট করুন