মূলত যখন আমরা একটি ভিডিও ইউটিবে আপ করে তখন অটোমেটিক ইউটুবের সার্ভার এই ভিডিওটির জন্য একটি ইউনিক বাইনারী নাম্বার জেনারেট করে।এই এক ঐ ভিডিও যখন ডাউনলোড করে অন্য কেউ আবার আপ করে তখন সেই বাইনারী কোডটি ইউটুবের সার্ভারের সাথে ম্যাচ করে ফেলে এর মাধমে কপিরাইট ডিটেক্ট করে।কিন্তু আপনি যদি অরিজিনাল ভিডিওটি একাধিক ডিভাইস থেকে আপ করেন তখন প্রতিটি ভিডিও আলাদা করে বানইনারী সিগন্যার জেনারেট করবে তখন একটাতেও কপি রাইট আসবে না।
প্রতিটি ডিভাইসের IP Address ভিন্ন হয়, তাই আপলোড দিলেও কপিরাইট আসবেনা।
প্রত্যেকের মেটাডাটা আলাদা হবে। বাইনারি কোড আলাদা হবে এ এস সি আই কোড আলাদা হবে। সুতরাং এলগোরিদম বুঝে নিবে কোন টা অরিজিনাল কোন টা নকল। আর ওখানে এক এক টা চ্যানেলের ৪-৫ টা এঙ্গেলে ক্যামেরা থাকে যেটা লাইভ চলা কালিন ফুটেজ চেঞ্জ করে মিক্সারের মাধ্যমে তাই কখনই কপিরাইট আসবে না। এমনকি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করেও যদি ৫ সেকেন্ড পর পর এঙ্গেল চেঞ্জ করেন আপনারটাতেও কপি আসবে না।
;
Report Print
About Author
0 Response to "ইউটিউব / ফেসবুক কপি রাইট কীভাবে ডিটেক্ট করে?"
একটি মন্তব্য পোস্ট করুন