Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ফ্রেসবুক আরো নিরাপদে রাখার কৌশল।

সামাজিক  যোগাযোগর মাধ্যম হিসেবে ফ্রেসবুক এখন অধিক জনপ্রিয়। আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে অতি অল্প সময়ে  যোগাযোগ করি ফ্রেসবুকের মাধ্যমে।তাছাড়া ফ্রেসবুকে আমরা আমাদের রিয়েক্ট জানাতে পারি।

ফ্রেসবুক আমাদের সম্পকে অনেক কিছুই জানে,তাই এটা কিছু খারাপ/মন্দ লোকেরা আমাদের অ্যাকাউন্ট  হ্যাক করতে চেষ্টা করে।আমাদের ফ্রেসবুক অ্যাকাউন্ট আরো নিরাপদে রাখতে হবে।ফ্রেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আমরা আমাদের অনেক ব্যক্তিগত জিনিস ফ্রেসবুক ওয়ালে দিয়ে থাকি যা আমাদের জন্য অনেক ক্ষতিকর।জম্ন তারিখ,চাকরির খসরা,বাসার ঠিকানা, ব্যক্তিগত নাম্বার,ব্যাংকের তথ্য যা অধিক নিজের জন্য হয়রানিকর।হ্যাকিং থেকে বাচার জন্য ফ্রেসবুকে এসব তথ্য না দেওয়াই শ্রেয়।


শুধু ফ্রেসবুক অ্যাকাউন্টের শক্ত পাসওর্য়াড যে আপনার ফ্রেসবুক অ্যাকাউন্টকে নিরাপদে রাখতে পারে না।ফ্রেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফ্রেসবুকের প্রাইভেসি সম্পকে ভালো জানেন।ফ্রেসবুক অ্যাকাউন্টের  নিরাপত্তা শক্ত করতে খুব বেশি সময় লাগে না।আপনার ফ্রেসবুক অ্যাকাউন্ট আপনিই নিরাপত্তা  করতে পারবেন এবং তা খুব সহজ।এর জন্য আপনাকে অব্যশই কোন কম্পিউটার বা ল্যাপটপের সহয়তা নিতে হবে।  মনে রাখতে হবে,ফ্রেসবুক তাদের সিটিংস নিয়মিত পরিবর্তন করে তাই সব সিটিংস আগে থেকেই মনে রাখা ভালো।আমাদের ফ্রেসবুক অ্যাকাউন্টকে অধিক নিরাপদ করার জন্য প্রথমেই যা করতে হবে তা হলো  শক্তিশালী পাসওর্য়াড ও টু-ফ্রাক্টর অথেনটিকেশন। শক্তিশালী পাসওর্য়াড বলতে কোন সাধারণ পাসওর্য়াড না।মনে করেন,আপনি আপনার ফ্রেসবুক অ্যাকাউন্টের পাসওর্য়াড  sh5373838   এইটা দিলেন। এইটাকে যদি আরো শক্তিশালী করতে চান তাহলে sh5@3!7y3xz8   এইভাবে লিখতে পারেন।এটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে আগের পাসওর্য়াড থেকে এটা অধিক শক্তিশালী।আর মনে রাখবেন অতীতে কোন ব্যবহৃত পাসওর্য়াড পূনরায় ব্যবহার করবেন না।

আর টু-ফ্রাক্টর অথেনটিকেশন হলো যখন আপনার ফ্রেসবুক অ্যাকাউন্টে আপনার অনুমিত ব্যতিত কেউ লগইন করবে তখন আপনার ফ্রেসবুক অ্যাকাউন্টে সরাসরি একটি কোড চলে আসবে যার দারুন আপনি বুঝতে পারবেন আপনার ফ্রেসবুক অ্যাকাউন্টে কেউ আপনার অনুমিত ব্যতিত কেউ লগইন করছে।এই সিটিংস চালু করার জন্য Fb.com/setting এ ক্লিক করে  Security and Log-in এ গিয়ে Change Password ক্লিক করতে হবে।তারপর একটু নিচে   Two-factor Authentication ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা বেরিফাইড করলেই হয়ে যাবে।


Where You're Logged in হলো আপনি আপনার ফ্রেসবুক অ্যাকাউন্ট ফ্রেন্ডের বাসায় বা অন্য কোন কম্পিউটার, ল্যাপটপে লগইন করে রেখেছেন। ভুলক্রমে আপনি লগআউট করতে ভুলে গেলেন।যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্টে মন্দ কাজ করে তাহলে আপনার জন্য তা হবে মারাত্মক।তাই এটা বাড়িতে বসে ঐ কম্পিউটার বা ল্যাপটপে আপনার ফ্রেসবুক অ্যাকাউন্ট যেভাবে লগআউট করবেন।প্রথমে Setting And log-in  এ ক্লিক করে নিচের দিকে Where You're Logged in দেখতে পারবেন।অনেক গুলো নাম দেখতে পারবেন যেমন:  Android W9,Window 88, IPhone 9 ইত্যাদি,তার নিচে  logout all Session ক্লিক করলেই হয়ে যাবে।

;


Report Print

About Author


0 Response to "ফ্রেসবুক আরো নিরাপদে রাখার কৌশল।"

একটি মন্তব্য পোস্ট করুন