Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

HTML সর্ম্পকে যত জানা অজানা।


HTML এর পূর্ণ রুপ হলো Hyper Text Makeup Language. এটি মূলত ওয়েবসাইটের জন্য Tag হিসেবে ব্যবহার করা হয়।ওয়াল্ড ওয়াইড ওয়েব(www=world wide web) এর বিভিন্ন ডুকোমেন্ট তৈরিতে HTML ব্যবহার করা হয়।HTML এ প্রায় সবকিছুই Tag হিসেবে ব্যবহার করা হয়।কিন্তু ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে আগে ট্যাগ ও  HTML সম্পকে জানতে হবে।আমরা যেমন আগে স্বরবর্ণ ও ব্যন্জনবর্ণ শিখে বাক্য তৈরি করি তেমনি আগে HTML শিখে তারপর ট্যাগ ব্যবহার করতে হবে।


picture : HTML Tag 

HTML ব্যবহার করে আমরা অনেক সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি।তাছাড়া আমরা অনেকেই বিভিন্ন কনটেন্ট লিখে থাকি। কনটেন্ট এর মাঝে আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করে থাকি।সেগুলাই হলো HTML. আমরা HTML ব্যবহার করে আমাদের কনটেন্ট বিভিন্ন রঙে ও সুন্দরভাবে সাজাতে পারি।তাছাড়া HTML ব্যবহার করে আমরা কনটেন্ট এর মাঝে ছবি ও বিভিন্ন লিংকযুক্ত করে থাকি।HTML ভাষা করে প্রোগ্রামরা ওয়েবপেজে লেখা,অডিও,ভিডিও ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করা যায়।


১৯৯০ সালে টিম বার্নাস লি সর্বপ্রথম HTML আবিষ্কার করে এবং  ১৯৯৭ সালে HTML 3.0 প্রকাশিত হয়,একই বছরে HTML 4.2 প্রকাশিত হয়।বর্তমানে HTML 5 চলছে এটিই W3C কতৃক সবশেষ সংস্কর প্রকাশিত হয়।

HTML এর কিছু সুবিধা ও অসুবিধা:

-যেকোন সময় ডুকোমেন্ট হালনাগাদ করা যায়।

-সকল ব্রাউজারে HTML সার্পোট করে।

-খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়

-হাইপারলিংকে ক্লিক করে অতি সহজেই অন্য পেজে ডুকা যায়।

-অতি সহজেই ছবি দেওয়া যায়।

-Notepad,Wordpad দিয়ে অতি সহজেই ইডিট করা যায়।
-এটি শেখা ও ব্যবহার খুব সহজ।

-HTML দিয়ে তৈরি ওয়েবসাইট খোলা সহজ ও রক্ষাবেক্ষণ করা সহজ।

যদিও অনেক HTML এ সুবিধা আছে কিন্তু কিছু অসুবিধাও আছে:
-ওয়েবসাইটে ডাটাবেজ দরকার কিন্তু HTML দিয়ে ডাটাবেজ তৈরি করা যায় না। HTML এর কিছু অসুবিধা থাকলেও HTML প্রচুর সুবিধা আছে।তাই HTML বর্তমানেও জনপ্রিয়।

HTML এর কিছু ব্যবহার:

HTML দিয়ে Bold করতে ব্যবহার করুন <b>###</b>.ইটালিক করতে ব্যবহার করুন <i>####</>.আন্ডারলাইন করতে ব্যবহার করুন  <u>####</>.টাইটেল ব্যবহার করুন <tittle>####</tittle>.তাছাড়া কনটেন্ট বড় ছোট বা হেডিং করেত ব্যবহার করুন।ওয়েবসাইটে ছবি যোগ করার জন্য ব্যবহার করুন <img src="###">.হাইপারলিংক যোগ করার জন্য ব্যবহার করুন <a href"###">...</a>.প্যারাগ্রাফ করতে ব্যবহার করুন <p>###</p>.

;


Report Print

About Author


0 Response to "HTML সর্ম্পকে যত জানা অজানা।"

একটি মন্তব্য পোস্ট করুন