আবারো দেখা হয়ে গেল অন্য একটি পোষ্টে অন্য একটি ট্রিক নিয়ে।আজ আমি দেখাবো মোবাইলের স্কিনের আলো থেকে কিভাবে চোখকে রক্ষা করবেন।আমরা কম বেশি সবাই মোবাইল ব্যবহার করি।মোবাইল এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।আমরা সেকেন্ডও মোবাইলবিহীন কল্পনা করতে পার না।প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের জীবনটাও এখন অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে দাড়িয়েছে।আর এই প্রযুক্তির বিষ্ময়কর আবিষ্কর হলো মোবাইল।
মোবাইল আমাদের বিভিন্নভাবে ক্ষতি করছে।আমরা অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করছি যা আমাদের চোখ ও ব্রেনের জন্য ক্ষতিকর।
আজ আমি আপনাদের একটি অ্যাপ দেখাবো যেটা দিয়ে আপনি আপনার মোবাইল ফোনের স্কিনের আলো অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবেন।এতে আপনার চোখ আপাতত কিছুটা তেজস্কিয় রশ্নি হতে রক্ষা পাবে।
নিচে অ্যাপের সব বিবরণ দেওয়া হলো:
Application Name: Lux Lite Dash
Developer: vito Classi
Version: 1.0
System: Android
Release Date: Feb 13, 2013
Last Update : oct 5 2015
Total Download : 1,000,000+
Download Link on google play:
ডাউনলোড করা শেষ হলে, ওপেন করলে নিচের মতো ছবি আসবে। Setting ক্লিক করে অ্যাপ পারমিশন চাইলে পারমিশন দিন।তারপর ব্যাক করুন।
তারপর
ব্যাক করলে নিচের মতো পাওয়ার বাটন আসবে।ঐটাতে ক্লিক করলে আপনার অ্যাপ চালু হয়ে যাবে।তারপর দেখবেন Notification বারে একটি Notification চলে আসছে।
Notification বারে আপনি অনেক গুলো অপশন দেখতে পারবেন। যা দ্বারা বিভিন্ন কাজ করা হয়।সর্ব বামে যে অপশন দেখতে পারবেন সেটা দিয়ে আলো একদম মাইনাসে এবং সর্বডানে যে অপশনটা পাবেন সেটা দিয়ে আলো বাড়ােনোর কাজ করা হয়।তাছাড়া আপনি সিটিং ক্লিক করে আরো অপশন পাবেন।
আজ এই পর্যন্তই।খোদাহাফেজ।
;
Report Print
About Author
0 Response to "[App Review ] মোবাইলের স্কিনের আলো থেকে কিভাবে চোখকে রক্ষা করবেন"
একটি মন্তব্য পোস্ট করুন