Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ডেঙ্গুর সচেতনতা তৈরিতে কাজ করবে স্টপ ডেঙ্গু অ্যাপ।

ডেঙ্গুর জনসচেতনতা ও ডেঙ্গুর ছোবল থেকে মুক্তি পেতে স্টপ ডেঙ্গু নামে মোবাইল অ্যাপ চালু হয়েছে।এই অ্যাপ দিয়ে অতি সহজে ডেঙ্গুর প্রজননস্থান শনাক্ত করা যাবে।সরকারের পাঁচটি মন্তণালয় ও বিভাগ এবং  চারটি সংস্থা একত্তে কাজ করছে।অ্যাপ তৈরিতে কাজ করছে ই-ক্যাব।


এখন দেশে একটি বড় আন্তকের নাম ডেঙ্গু।এর থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার  স্টপ ডেঙ্গু নামে মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে।এই অ্যাপ অনেক সুবিধা আছে।ডেঙ্গু  আক্রান্ত হলে কি পরিমাণ  ঔষুধ  খেতে হবে।মশার জম্নস্থানের ঘনত্ব নির্ণয়ে।দেশে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।তাই দেশের মানুষের কথা ভেবে এই অ্যাপ তৈরি করা হচ্ছে  যাতে করে সবার কাছে ডেঙ্গু নামের আত্নকের মোকাবেলা করতে পারে।
ডেঙ্গু বিষযে সঠিক তথ্য দেওয়া থেকে শুরু করে,এলাকার ম্যাপিং,ডেঙ্গুর প্রজনন সংকান্ত সকল তথ্য এবং ঐ এলাকার ছবিও তোলার ব্যাস্থা থাছে অ্যাপে।



এই নিয়ে গতকাল একটি চুক্তি সাক্ষর হয় তাতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সই অনেকেই সেখানে সাক্ষর করে।


সাধারণ মানুষ এই অ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবে।অ্যাপ তৈরিতে সহয়তা করছে ই-পোষ্ট ও বিডি ইয়ুথ।এখন এই অ্যাপ শুধু অ্যান্ড্রেয়েডে পাওয়া যাবে।

;


Report Print

About Author


0 Response to "ডেঙ্গুর সচেতনতা তৈরিতে কাজ করবে স্টপ ডেঙ্গু অ্যাপ।"

একটি মন্তব্য পোস্ট করুন