Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Youtube #playsomethings Button

 


ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তবু এই প্ল্যাটফর্ম নিয়ে গুগলের পরীক্ষা নিরীক্ষার শেষ নেই। আসলে ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নিত্যনতুন পদক্ষেপ করে গুগল। আর এবার জানা যাচ্ছে, ই


উটিউব ভাবনাচিন্তা করছে একটি নতুন বাটন নিয়ে। যার নাম ‘প্লে সামথিং’।


এই বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। বটন বারের ঠিক উপরেই এটি দৃশ্যমান হচ্ছে। আর সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যে কোনও ভিডিও শুরু হতে থাকে। এই বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে সেটা দেখা যাবে। তবে এই ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে। কিন্তু আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। 


;


Report Print

About Author


0 Response to "Youtube #playsomethings Button"

একটি মন্তব্য পোস্ট করুন