আরটিভি
জনপ্রিয়তার শীর্ষে আছে টেক জায়ান্ট মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
অনেকেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চান। অ্যাপটির নিজস্ব কল রেকর্ড ফিচার না থাকলেও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজে কল রেকর্ড কার যায়। ‘কিউব এসিআর’ নামের রেকর্ডিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব। এছাড়া আরও বেশ কিছু এমন অ্যাপ আছে।
এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল অথবা এসিআর কল রেকর্ডার কিংবা আপনার পছন্দ মতো কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিন। এবার কল রেকর্ডিং অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।
সূত্র:আরটিভি
;
Report Print
About Author
0 Response to "Whatsapp এ কল রেকর্ড করবেন যেভাবে "
একটি মন্তব্য পোস্ট করুন