লিঙ্গ বড় করার অনেক ঔষুধ ও ক্রিম বাজারে পাওয়া যায়। যেগুলো অনেককাংশ কাজ করে না বরং শরীরে অনেক ক্ষতি করে। একজন সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে কল্পনা করুন, আপনার শরীরের মাসল বৃদ্ধির জন্য জিম করবেন।
যদি ঔষুধ গ্রহণ করে শরীরের মাসল/ বডি বিল্ডার হোন তাহলে ভবিষ্যতে আপনার মারাত্মক ক্ষতির দিকে অগ্রসর হচ্ছেন। তাই বিশেষজ্ঞরা ঔষুধ বা ইনঞ্জেকশনের মাধ্যমে শরীরের কোনো অংশ পরিবর্তনে নিষেধ করেন।
ঠিক এমনিভাবে পুরুষাঙ্গ বৃদ্ধি করতে চাইলে ভবিষ্যতে ক্ষতির মুখে পরতে সময় লাগবে না। যদি ঔষুধ খেয়ে লম্বা হওয়া যেত, দেশে খাটো মানুষ থাকতো না কিংবা ক্রিম মেখে ন্যাচারাল ভাবে উজ্জল চেহারার অধিকারী হলে কেউ ময়লা বর্ণের থাকতো না। বাজারে লিঙ্গ বড় করার ঔষুধ বা ক্রিম পাওয়া গেলেও তা এড়িয়ে চলাই ভালো হবে।
তবে কিছু ক্রিম পাওয়া যায়, সেগুলো লিঙ্গের উপরিভাবে শুষ্ক ত্বক মসৃণ করে। শুষ্ক ত্বক মসৃণ করতে সাধারণ তেল ব্যবহার করা যেতে যাবে। তাছাড়া লিঙ্গের মালিশের জন্য গোপাল তেল অন্যতম। এছাড়াও তিলের তেল ও যয়তুনের তেল সমপরিমাণ একত্র করে লিঙ্গে মালিশ করতে পারেন। এতে অনেক ভালো ফল পাবেন এবং লিঙ্গের রগ সতেজ থাকবে এবং লিঙ্গ শক্তিশালী হবে।
মন্তব্যঃ
লিঙ্গ মোটা, বড় ও শক্তিশালী করতে ঔষুধ কিংবা সার্জারীর চাইতে ব্যায়াম অন্যতম। ব্যায়ামের মাধ্যমে লিঙ্গ কিছু প্রসারিত হয়, লিঙ্গে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে এবং মিলনে দ্রুত পতন রোধ করা সম্ভব।
;
Report Print
About Author
0 Response to "লিঙ্গ বড় করার ঔষুধ"
একটি মন্তব্য পোস্ট করুন