ফেসবুক পেইজ মনিটাইজ করতে শুরুতে আপনাকে ভালোমানের ভিডিও বানাতে হবে,যা একান্তই আপনার । এবং মিনিমাম ৫ টা ভিডিও থাকতে হবে চ্যনেলে । এর পর ১০ হাজার ফলোয়ার প্রয়োজন হবে। এবং যে দিন এপ্লায় করবেন তার থেকে পূর্ববর্তী ৬০ দিনের মাঝে আপনার ৬০০k মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তবেই আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লায় করতে পারবেন ।
পেজ মনিটাইজ করতে যে শর্ত পূরণ করতে হয়:
যে পেজটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন শর্তানুযায়ী প্রথমে সেই পেজে ১০ হাজার ফলোয়ার সংগ্রহ করতে হবে। ১০ হাজার ফলোয়ার হয়ে গেলেই আপনি ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
নিয়মিত ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে। ফেসবুক পেজ মনিটাইজেশন করতে চাইলে আপনাকে তিন মিনিট বা তিন মিনিটের থেকে বড় ভিডিও আপলোড করতে হবে। তিন মিনিটের চেয়ে ছোট ভিডিওগুলোর ভিউ গণনা করা হয় না। সুতরাং ভিডিও ভিউ বাড়াতে ও বিজ্ঞাপন দেখানোর জন্য প্রতিটি ভিডিও কমপক্ষে তিন মিনিটের হতে হবে।
৩ মাসের মধ্যে ৩০ হাজার মিনিট ভিডিও দেখতে হবে আপনাকে। এক মিনিটের কম সময় দেখা ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হয় না। যে ভিউয়ার কোনো ভিডিও এক মিনিটের বেশি সময় ধরে দেখবে শুধু তার ওয়াচ টাইম গণনা করা হয়। এভাবে আপনাকে ৩ মাসের মধ্যে ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম সংগ্রহ করতে হবে।
যে কনটেন্ট আপলোড করছেন সেটি অবশ্যই ফেসবুকের স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে।
যেভাবে পেজ মনিটাইজ করার আবেদন করবেন-
প্রথমে ফেসবুক পেজের হোমে গিয়ে সেখানে মনিটাইজ অপশন দেখতে পাবেন। মনিটাইজে ক্লিক করে পেজটি মনিটাইজ করার যোগ্য কিনা তা দেখে নিন।
পেজটি যদি মনিটাইজ করার যোগ্য হয়, তাহলে পাশের সবুজ বৃত্তটি বড় করে দেখাবে এবং লেখা থাকবে Congratulations! Your Page is read to earn money.
;
Report Print
About Author
0 Response to "ফেসবুক মনিটাইজেশন কিভাবে করতে হয়"
একটি মন্তব্য পোস্ট করুন