Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Laage Ura Dhura Lyrics | লাগে উরা ধুরা | Toofan



Laage Ura Dhura Song Information In Bengali:


রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত তুফান বাংলা সিনেমার গান লাগে উরা ধুরা গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। গানটির সুর দিয়েছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা গানের লিরিক্স লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দীন।


Laage Ura Dhura Lyrics In Bengali :


লাগে উরা ধুরা, লাগে উরা ধুরাতুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা।

সজনী সজনী, তোমারে দেখিয়ামাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া,সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়ানাচো ও সখি তোমারে দেখি পরাণও ভরিয়া।

আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়মামলা হইলে পরে দেইখ্যা নিবো থানায়,রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরাদেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া।

ও সখা গো ..প্রেমে মোরে দিয়োনা ধরা,ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুড়া গুড়া।

তুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা,তুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা।তোমারে যে দেখলে পরেতোমারে যে দেখলে পরেপুরা মাথা ঘুরায় গো,লাগে উরা ধুরা,তুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা।

লাগে উরা ধুরা ঢেউ খেলানো চুলেলাগে-উরা ধুরা ঝুমকা কানের দুলে,লাগে আউলা-ঝাউলা রূপ দেইখ্যা তোমারি,তুমি চাইলে তোমায় কিইনা দিমুলাল ফেরারি গাড়ি।

রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়াভাঙে ঘুম সকালে দিকবিদিক হারাইয়া,রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরাদেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া।

ও সখা গো ..প্রেমে মোরে দিয়োনা ধরা,ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুড়া গুড়া।

তুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা,তুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা।তোমারে যে দেখলে পরেতোমারে যে দেখলে পরেপুরা মাথা ঘুরায় গো,লাগে উরা ধুরা।তুমি কোন শহরের মাইয়া গোলাগে উরা ধুরা ..



লাগে উরা ধুরা লিরিক্স – তুফান :


Tumi kon shohorer maiya goLaage ura dhuraSajani sajani tmare dekhiyaMatal hoiya raater ghum gelo uriyaSohag chand bodoni ghungur paaye diyaNacho o sokhi tomare dekhi porano bhoriya

Aagun deo lagaiya moner thikanayMamla hoile pore deikhya nebo thanayRoile tomar kache mon laage furfuraDekho tomar jonno pagol juan theke bura

O sokha goPreme more diyona dhoraDhora dile tomar mon vainga hobe gura gura

Tumi kon shohorer maiya goLage ura dhuraTomare je dekhle porePura matha ghuray goLage ura dhura

Lage ura dhura dheu khelano chuleLage-ura dhura jhumka kaner duleLage aula jhaula roop deikhya tomariTumi chaile tomay kina dimuLaal ferari gari

Raate shopne tomay dhorte jai joraiyaVange ghum sokale dikbidik haraiyaRoile tomar kache mon laage furfuraDekho tomar jonno pagol juan theke bura

;


Report Print

About Author


0 Response to "Laage Ura Dhura Lyrics | লাগে উরা ধুরা | Toofan"

একটি মন্তব্য পোস্ট করুন