Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?

 

নতুন ভোটার হবেন, ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন কিন্তু এখনো জানেন না নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?  যদি এমন পরিস্থিতিতে থেকে থাকেন, তবে জেনে নিন,নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?


নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র


১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি

২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)

৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র

৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে)

৫।  নাগরিকত্ব সনদ

৬। বিদ্যুৎ বিল

৭। চৌকিদারী ট্যাক্সের সনদ

৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন

১০। সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ।


www.services.nidw.gov.bd এই লিংকে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে। এরপর পুরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফরমের ক্রমিক ৩৪,৩৫ এ পিতা/মাতা/স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ চেয়ারম্যান/মেম্বারের নাম, আইডি নং এবং স্বাক্ষর ও সিল দিতে হবে। এরপর এস এম এস পাওয়ার পর অফিসে এসে বায়োমেট্রিক আপডেট করতে হবে।



;


Report Print

About Author


0 Response to "নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?"

একটি মন্তব্য পোস্ট করুন