Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

আসছে আইফোনের ‘সবচেয়ে বড়’ আপডেট: প্রতিবেদন

 

নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৮’ নিয়ে আসতে চলেছে এখন পর্যন্ত অ্যাপল আইফোনের ‘সবচেয়ে বড়’ আপডেট।




সবচেয়ে বড় না হলেও এই টেক জায়ান্ট ‘আইওএস-১৮’-কে ইতিহাসের অন্যতম বড় আপডেটগুলোর একটি হিসেবে দেখছে বলে জানিয়েছেন বাণিজ্য সংবাদ সাইট ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যান।


প্রতি জুনে অনুষ্ঠিত নিজস্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড ডেভেলপারস কনফারেন্সে’ আইফোনের নতুন আপডেট উপস্থাপন করে থাকে অ্যাপল। পরবর্তীতে, নতুন আইফোনের সঙ্গে সেপ্টেম্বরে এটি প্রকাশ পায়।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে নতুন অপারেটিং সিস্টেমের জন্য বড় পরিসরের এআই আপডেট নিয়ে কাজ করছে বলে গুজব ছিল। 




এতে ডিজিটাল সহকারী ‘সিরি’-এর আরও ভাল সংস্করণ; ‘অ্যাপল মিউজিক’-এর জন্য প্লেলিস্ট তৈরি করবে এমন নতুন এআই; এবং ‘কিনোট’, ‘মেসেজেস’ ও ‘এক্সকোড’-এর মতো অ্যাপগুলোতে এআই অ্যাসিস্ট্যান্ট টুল যোগ করা হবে বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে।


পূর্বের প্রতিবেদন অনুসারে, ‘সিরি’র নতুন সংস্করণে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকবে। উসাহরণ হিসেবে, জটিল সব কাজ করতে বলা হলে এখন স্বয়ংক্রিয় ভাবেই করে ফেলতে পারবে এটি।


সূত্র: বিডিনিউজ

;


Report Print

About Author


0 Response to "আসছে আইফোনের ‘সবচেয়ে বড়’ আপডেট: প্রতিবেদন"

একটি মন্তব্য পোস্ট করুন