বিপিএলের প্রথম আট আসরের সবকটিই খেলেছেন মুমিনুল। গত বছর প্রথমবার মাঠের বাইরে বসে দেখেছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই আসর। এবারও প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। বুধবার তাকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফ্র্যাঞ্চাইজিটি।
২০২১-২২ মৌসুমের পর আবারও বিপিএলে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই রংপুরের প্রতি কৃতজ্ঞ মুমিনুল। আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুরের অনুশীলন শেষে মুমিনুল বলেন, 'আল্লাহর কাছে শুকরিয়া। রংপুর আমাকে সুযোগ করে দিয়েছে এই বছর বিপিএল খেলার। তাদের প্রতি কৃতজ্ঞ।’
বিপিএলের গত আসরে মুমিনুল খেলেননি। এর আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কেবল ৪ ম্যাচ খেলেছিলেন। এবারও প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে টানেনি কেউ। দেরিতে হলেও রংপুর রাইডার্স হাজির হলো তার সামনে। দল না পেয়ে যে কষ্ট হয়েছিল তা লুকালেন না মুমিনুল, ‘পুরো বিপিএলের খেলা দেখেছি। প্র্যাকটিসও করছিলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যদি অনেস্টলি বলেন, ‘একটু খারাপ লাগবেই, খুব বেশি যে খারাপ লাগসে, সেটাও না আবার। খারাপ লাগার তো বিভিন্ন ধরন থাকে। না লাগার মতো যতটুক, অতটুক খারাপ লাগছিল। এমন খারাপ লাগছিল না যেটা হলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।’
বিপিএলে নিয়মিত নন মুমিনুল হক। তবুও রান তোলার তালিকায় এখনও ষোলো নম্বরে তার অবস্থান। ৮২ ম্যাচে ৭১ ইনিংসে মুমিনুলের রান ১৩৬৪। নামের পাশে রয়েছে ৭ ফিফটি। ব্যাটিং গড় বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানের সঙ্গে তুলনীয়। গড় ২০.৬৬, স্ট্রাইক রেট একশর ওপরে, ১০৭.৪৮। মাঝপথে যোগ দিলেও তার মানিয়ে নিতে সমস্যা হবে না বলে বিশ্বাস করেন মুমিনুল, ‘আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও তো জানি। খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি।’
তবে টিভিতে বিপিএলের খেলা দেখে মুমিনুল বুঝে গেছেন সামনে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, ‘বিপিএল দেখে মনে হচ্ছে ব্যাটসম্যানদের রান করতে কষ্ট হচ্ছে। বোলাররা অনেক আনন্দ-উল্লাসে উইকেট পাচ্ছে। ভালোই বোলিং করছে বোলাররা। যে কন্ডিশন থাকছে, তা ব্যবহার করার চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে।’
সূত্র: অনলাইন
;
Report Print
About Author
0 Response to "বিপিএলে রংপুরে যোগ দিয়ে যা বললেন মমিনুল"
একটি মন্তব্য পোস্ট করুন