Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Bpl News/বিপিএলে প্রথম ‘তিন হাজারি’ রানের ক্লাবে তামিম

 খুলনা টাইগার্সের বোলার নাসুম আহমেদের করা ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে তা পূরণ করেন তিনি। এই মাইলফলক ছুঁতে বিপিএলে ৯১ ম্যাচ খেলতে হয়েছে তামিমের। গতকালকে ৩৮.৪৩ গড় ও ১২২.৯১ স্ট্রাইকরেটে ইনিংসে ৩ হাজার ৫ রান করেছেন তিনি। এর মধ্যে ২৫ অর্ধশতক ও দুটি শতক আছে তার। এদিকে তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও। 



গতকাল নিজের ১১৩তম ম্যাচ খেলার আগে মাইলফলক থেকে ৯২ রান দূরে ছিলেন মুশফিক। তবে সোমবার তিনি ৩৯ বলে ঝড়ো ইনিংস খেলে করেছেন ৬৮ রান। এখন বিপিএলে মুশফিক দ্বিতীয় ব্যাটার হিসেবে তিন হাজারি রানের ক্লাবে ঢুকতে ২৪ রান দূরে অপেক্ষা করছেন। অবশ্য মুশফিক এই টুর্নামেন্টে ১ হাজার রান করা প্রথম ব্যাটার। ২০১৬ সালে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে তাকে পেছনে ফেলে ২ হাজার রানে প্রথম হন তামিম।


এই তালিকার তিনে আছেন ফরচুন বরিশালের আরেক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। গতকালকের ম্যাচের পর তার রান ২ হাজার ৩২৯। ১০৭ ম্যাচে ২ হাজার ২৫৪ রান নিয়ে চারে আছেন ইমরুল কায়েস। পাঁচে থাকা সাকিব আল হাসান ১০১ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ১৪৪ রান। তারপর এই দুই হাজারি ক্লাবে রয়েছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।

সৃত্র: ইত্তেফাক 

;


Report Print

About Author


0 Response to "Bpl News/বিপিএলে প্রথম ‘তিন হাজারি’ রানের ক্লাবে তামিম"

একটি মন্তব্য পোস্ট করুন