Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ডালাসের কাছে হেরেই গেল মেসি-সুয়ারেজের মায়ামি

 ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় ডিবক্সের ডান প্রান্ত থেকে নিচু শটে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাস্ত করেন হেসুস ফেরেইরা। ওই এক গোলেই নির্ধারিত হয়েছে খেলার ফলাফল। মেসি-সুয়ারেজদের প্রচেষ্টার কমতি ছিল না। চিরায়ত বন্ধনও চোখে পড়েছে। তবে সেটা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।



৭ মিনিটে মেসি সরাসরি কর্ণার থেকে গোল দিয়েই ফেলেছিলেন। তবে গোললাইন থেকে ফিরিয়ে দেন ডালাস গোলরক্ষক। রিবাউন্ডে বল জালে জড়াতে পারেননি বুসকেটস বা সুয়ারেজের কেউই। ১১ মিনিটে মেসির শট দারুণভাবে ফিরিয়ে দেন ডালাস গোলরক্ষক।

পুরো ম্যাচে সবচেয়ে বেশি চোখে পড়েছে সুয়ারেজের মিস। পাস কিংবা গোলে শট, সবদিক থেকেই নিজেকে হারিয়ে খুঁজেছেন সুয়ারেজ। আলবা-মেসির কম্বিনেশনে বেশ কয়েকবারই বল পেয়েছিলেন এই উরুগুয়ে স্ট্রাইকার। কিন্তু কাঙ্ক্ষিত গোলটাই তিনি আর পাননি। ৫৪ মিনিটে মেসির দারুণ এক ভলিও ফিরিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক।

৬৪ মিনিটে অবশ্য বার্সার সাবেক চার তারকাকেই উঠিয়ে নেন মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো। এরপর আরও কয়েকবার চেষ্টা করেও জালের ঠিকানা পায়নি ইন্টার মায়ামি।

সূত্রঃ ঢাকা পোস্ট

;


Report Print

About Author


0 Response to "ডালাসের কাছে হেরেই গেল মেসি-সুয়ারেজের মায়ামি"

একটি মন্তব্য পোস্ট করুন