Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

bpl News/বিপিএলে যে তারকাদের ওপর বাড়তি নজর থাকবে

 ২০২৪ সালে আছে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ। বিশ্বকাপের বছর হওয়ার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের বিপিএল। বিশ্বকাপের দলে নিজেদের জায়গা নিশ্চিত করতে অনেকে বিপিএলকেই বেছে নেবেন সেরা মঞ্চ হিসেবে। সেই সব ক্রিকেটারদের ওপর তাই বাড়তি নজর থাকবে এবারের বিপিএলে। 


সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলে নজরে পড়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তার।

অন্যদিকে এই ফরম্যাটে বাংলাদেশের ওপেনারদের মধ্যে লিটন দাস বাদে আর কেউ খুব একটা ধারাবাহিক নন। স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও তাই চলে লড়াই। 

বিপিএলে ভালো করলেই যে মিলতে পারে জাতীয় দলের টিকিট। রনি তালুকদার, সৌম্য সরকারদের টপকে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে বিপিএলকেই পুঁজি করবেন জুনিয়র তামিম। এ যাত্রায় দ্যুতি ছড়াবেন রনি, সৌম্যরাও।

তিন ক্রিকেটার এবার খেলবেন তিনটি আলাদা দলের হয়ে। তানজিদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রনি রংপুর রাইডার্স এবং সৌম্য খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ঝলমলে পারফরম্যান্সে দলকে জেতানোর ক্ষুধাও তাই থাকবে এই তিন ক্রিকেটারদের মধ্যে।

;


Report Print

About Author


0 Response to "bpl News/বিপিএলে যে তারকাদের ওপর বাড়তি নজর থাকবে"

একটি মন্তব্য পোস্ট করুন