Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

চালের দাম বাড়ার কারণ জানালেন মিল মালিক

 চালের বাজারে প্রচুর মজুত রয়েছে। চলছে আমনের ভরা মৌসুম। এরপরও গত কয়েক দিনে শেরপুরে চালের দাম কিছুটা বেড়েছে। শেরপুর শহরের নয়ানিবাজারে খুচরা ও পাইকারিতে প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১০০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ২-৩ টাকা। 


বাজারে ধানের দাম বেশি হওয়ায় মিলাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। 


শেরপুরের বাজারে ২৯ ধানের চালের বস্তা বিক্রি হতো ২ হাজার ৭০০ টাকা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকা। নাজির চালের বস্তা আগে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকা। স্বর্ণা চালের বস্তা আগে বিক্রি হতো ২ হাজার ৩০০ টাকা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৪২০ টাকা। রঞ্জিত চালের বস্তা আগে বিক্রি হতো ২ হাজার ৪৮০ টাকা এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা চাল ৪৭ টাকায় বিক্রি হলেও এখন ৫০ টাকা, রঞ্জিত চাল ৪৮ টাকা বিক্রি হলেও এখন ৫০ টাকা। ২৯ চাল প্রতি কেজি আগে ৫২ টাকা বিক্রি হলেও এখন তা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নাজির চাল প্রতি কেজি আগে ৬৪ টাকায় বিক্রি হলেও এখন ৬৬ টাকায় বিক্রি হচ্ছে।

;


Report Print

About Author


0 Response to "চালের দাম বাড়ার কারণ জানালেন মিল মালিক"

একটি মন্তব্য পোস্ট করুন