Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Noyonjole Bhashi Lyrics (নয়নজলে ভাসি) By Kamruzzaman Rabbi

Noyonjole Bhashi Lyrics (নয়নজলে ভাসি) By Kamruzzaman Rabbi


Song Information :


Song : Noyonjole Bhashi - নয়নজলে ভাসি

Singer : Kamruzzaman Rabbi

Lyric : Habiba Begum

Tune : Habib Mostafa

Music : Zahid Bashar Pankaj

Language : Bangla

Label : Agniveena


নয়নজলে ভাসি লিরিক্স - কামরুজ্জামান রাব্বি :

আমার বুকের ভেতর রাখছি বন্ধু

তুমি যে রও দূরে

থাইকা থাইকা মনটা আমার

কান্দে বেহাগ সুরে (২ বার)


বন্ধুরে... বন্ধুরে

বন্ধুরে... ও বন্ধুরে


তোমার কথার ছেনির ঘায়ে

রক্ত ঝরে বুকে

পূর্ণিমার চাঁদ হইয়া আছো

বুক ফাইটা যাই দুখে (২ বার)


অপেক্ষার ঘুণ সাধের পালং

খাইলো কুরে কুরে


বন্ধুরে... বন্ধুরে

বন্ধুরে... ও বন্ধুরে


একটু কাছে আইসা তুমি

বইসো আমার পাশে

এই অভাগা তারা গোনে

শুধু তোমার আশে (২ বার)


নয়নজলেই কইরো কেলি

কান্দাইয়া বন্ধুরে


বন্ধুরে... বন্ধুরে

বন্ধুরে... ও বন্ধুরে


আমার বুকের ভেতর রাখছি বন্ধু

তুমি যে রও দূরে

থাইকা থাইকা মনটা আমার

কান্দে বেহাগ সুরে


বন্ধুরে... বন্ধুরে

বন্ধুরে... ও বন্ধুরে।।


Noyonjole Bhashi Lyrics By Kamruzzaman Rabbi :

Amar buker bhetor rakhchi bandhu

Tumi je rao dure

Thaika thaika monta amar

Kande behag sure

Bandhure...bandhure

Bandhure... o bandhure

Tomar kothar chenir ghaye

Rokto jhore buke

Purnimar cad hoiya acho

Buk phaita jai dukhe

Apeker ghun sadher palong

Khailo kure kure

;


Report Print

About Author


0 Response to "Noyonjole Bhashi Lyrics (নয়নজলে ভাসি) By Kamruzzaman Rabbi"

একটি মন্তব্য পোস্ট করুন