Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Chai Tomay Lyrics (চাই তোমায়) By Liza | Naved Parvez

 

Chai Tomay Lyrics (চাই তোমায়) By Liza | Naved Parvez

Song Information :

Song: Chai Tomay - চাই তোমায়

Singer: Liza

Lyrics: Shimul SB

Tune and Music: Naved Parvez

Electric Guitar: Mehedi Hassan Tamjid

Mix and Master: Subhro Raha

Label: Liza


চাই তোমায় লিরিক্স - লিজা :

আমি একেলা তুমি ছাড়া

কাটে না বেলা দিশেহারা,

হয়ে তোমায় খুঁজে যাই

ডাকি তোমায় এক'ই নামে

কোন সে দ্বিধায় তোমায় টানে

বলো তুমি হারালে কোথায়


কঠিন এই দিন চাই তোমায়

তুমি ছাড়া আমি অসহায়


কেন এতো অভিমান

জমে আছে মনে

জানো কতো ব্যবধান

বাড়ছে দিনে দিনে


বলো তোমাকে কিভাবে,

ফিরে পাই আবার

আমি পারিনা এভাবে,

একা থাকতে আর


কঠিন এই দিন চাই তোমায়

তুমি ছাড়া আমি অসহায়


আমি একেলা তুমি ছাড়া

কাটে না বেলা দিশেহারা,

হয়ে তোমায় খুঁজে যাই

ডাকি তোমায় এক'ই নামে

কোন সে দ্বিধায় তোমায় টানে

বলো তুমি হারালে কোথায়


কঠিন এই দিন চাই তোমায়

তুমি ছাড়া আমি অসহায়

কঠিন এই দিন চাই তোমায়

তুমি ছাড়া আমি অসহায়।।


Chai Tomay Lyrics By Liza :

Ami ekela tumi chara

Kate na bela disehara

Hoye tomay khuje jai

Daki tomay ekai name

Kon se dhiday tomay tane

Bolo tumi harale kothay

Kathin ei din chai tomay

Tumi chara ami asohay

Keno eto abhiman

Jome ache mone

Jano koto byabodhan

Barche dine dine

Bolo tomake kibhabe

Phire pai abar

Ami parina ebhabe

Eka thakte ar

;


Report Print

About Author


0 Response to "Chai Tomay Lyrics (চাই তোমায়) By Liza | Naved Parvez"

একটি মন্তব্য পোস্ট করুন