তবে ১লা আগস্ট এর আগে যেসকল ফোন কিনা হয়েছে সেগুলো আপাতত বিআরটিসি বন্ধ করছে।অবৈধভাবে ফোন ব্যবহার দেশ ও জাতি দুইয়ের জন্য ক্ষতিকর।কেননা অবৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন কারণে সরকার রাজস্ব হারাছে আবার গ্রাহকেরাও নিম্নমানের মোবাইল ফোন কিনে প্রতারিত হচ্ছে।সরকারের ট্যাক্স ফাকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন।
অবৈধভাবে ফোন ব্যবহার বন্ধ না হলেও পরে পর্যায়ক্রমে তা BRTC থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে।আবার যারা বিদেশ বা গিফটের ফোন তাও নিবন্ধন করাতে হবে।
বিআরটিসির ওয়েব সাইটে ও তাদের অফিশিয়াল পেজে বলা হয়েছে ১ লা আগস্ট পর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দিবে সরকার।অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে মানে ঐ ফোনে কোন সিম চলবে না।
বিআরটিসির ওয়েব সাইটে ও তাদের অফিশিয়াল পেজে প্রকাশিত নোটিশ নিচে দেওয়া হলো:
আমরা সবাই অধৈব মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকবো।
;
Report Print
About Author
0 Response to "[News] ১ লা আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন।"
একটি মন্তব্য পোস্ট করুন