Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ফ্রিতে ওয়েব সাইটের ট্রাফিক বাড়িয়ে নিন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা।আর হিন্দু ভাইদের রইলো আদাব।

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।

আমিও আপনাদের দোয়াই ভালই আছি।

আজ আমি একটি নতুন ট্রিক নিয়ে হাজির হলাম।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে ওয়েব সাইটের ট্রাফিক নিবেন।

তো শুরু করা যাক।আমাদের সবারই ছোট বড় সবারই  ব্যাক্তিগত বা ব্যবসায়িক  লিখালিখির ওয়েব সাইট আছে।আমরা আমাদের ওয়েব সাইটকে বিভিন্ন আর্টিকেল দিয়ে সাজাই।তাও আমরা পর্যাপ্ত ভিজিটরের অভাবে Google Adsence  পাই না।তাই আজ আমি আপনাদের এমন এক এ্যাপ দেখাবো যেটা দিয়ে খুব তাড়াতাড়ি অতি সহজেই ওয়েব সাইটের ট্রাফিক বাড়িয়ে নিতে পারবেন।



Application  Name: Automated Traffic Bot
Company Name: XDeveloper
Version:  2.5
System : Android
Application Download Link On Google Play store:  Click here to download

প্রথমে   Application টি Download করে Open করুন। Download  হলে নিচের মতো দেখাবে:




তারপর Application টি Open হলে প্রথম বক্সে আপনি যে পোষ্টে ট্রাফিক নিতে চান সেই পোষ্টের লিংক দেন।


লিংক টা দিয়ে  #Boost Traffic  নামে বাটনে ক্লিক করেন।দেখবেন নিচের ছবির মতো Hit Count  হচ্ছে।




মনে রাখবেন এটা শুধুমাত্র যাদের ওয়েব সাইটে ট্রাফিক নাই বললেই চলে তাদের জন্য।অল্প কিছুদিন ব্যবহারের পর আর ব্যবহার না করাই ভালো।

অধিকহারে ব্যবহার করলে সাইটের সমস্যা হতে পারে।তাছাড়া এটা অধিকহারে ব্যবহার করলে সাইটের SEO সমস্যা হতে পারে।তাই অধিকহারে ব্যবহার না করাই ভালো।

আবার সাইটে যদি Google  Adsence থাকে তাহলে এটা  ব্যবহার  থেকে বিরত থাকুন।কেননা এটা ব্যবহারে আপনার Google  Adsence   Suspend   হতে পারে।

;


Report Print

About Author


0 Response to "ফ্রিতে ওয়েব সাইটের ট্রাফিক বাড়িয়ে নিন"

একটি মন্তব্য পোস্ট করুন