Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

অনলাইনে গেইম খেলে বিটকয়েন ইনকাম করুন।ইনস্টান্ট প্রেমেন্ট

গেইম মানুষের কাছে খুবই জনপ্রিয়।  মানুষ তার কাজ ফাঁকি দিয়ে বা কাজের শেষে মনকে প্রশান্তি দিতে গেইম খেলে থাকে।গেইম অনেক ধরনের হয়ে থাকে।রেসিং জাতীয়,ভ্রমন জাতীয় কিংবা হয়ে থাকে কোন মিশন পূরণ করার গেইম।আজ আমি এমনটি একটি মিশন পূরণ করার গেইম নিয়ে হাজির হলাম।এই গেইম শুধু মিশন পূরণ করার গেইমই না বরং অল্প কিছু উপার্জনও হবে এই গেইমে।

তো চলুন এই গেইম সর্ম্পকে কিছু জেনে নিই:

Application Name: Bitcoin Blast.apk

Company Name: Sagewise

System:Android,OS

Last update:15 aug 2019

Total Download:100k+

Rating: 4.5
 

কিভাবে ডাউনলোড ও অ্যাকাউন্ট করেবন: 

প্রথমে গুগল প্লে থেকে উপরে দেখানো অ্যাপটি ইনস্টল করতে হবে।ইনস্টলর হয়ে গেলে অ্যাপটি ওপেন করে কি্য়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন।অ্যাকাউন্টে দেওয়া জিমেইল ও পাসওর্য়াড    মনে রাখবেন।অ্যাকাউন্ট হয়ে গেলে যে জিমেইল দিয়ে  
অ্যাকাউন্ট করছেন ঐজিমেইলে একটি লিংক যাবে লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টি ভেরিফাইট কের নিন।

কিভাবে ইনকাম করবেন:

ডাউনলোড ও অ্যাকাউন্ট করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।ওপেন হলে প্রথমে একটি লাল রঙের বোতাম দেখতে পারবেন যেটিতে ক্লিক করলে গেইম শুরু হবে।এই গেইমে মজার ব্যাপার হলো আপনি গেইম হারলেও আপনাকে তারা কয়েন দিয়ে দিবে।এক স্টেপ পার হলেই একটি করে অ্যাড দেখাবে যেটি দিয়ে আপনার ইনকাম হবে।অ্যাডটি পুরো দেখবেন।প্রতি একস্টেপ পার হতেই একটি অ্যাড দেখতে হবে।আর হ্যা গেইমটি অনেক মজার তো জলদি ট্রাই করুন।

কিভাবে কয়েন উইথড্র দিবেন:

কয়েন উইথড্র ও দিনে কত কয়েন ইনকাম করতে পারবেন তার একটি নীতি করে দিয়েছে তারা।আপনি দিনে ১০০০ সাতাশি ইনকাম করতে পারবেন ও সাত দিনে একবার উইথড্র দিতে পারবেন।

আপনি যদি প্রতিদিন ১০০০ কয়েন করতে থাকেন তাহলে ১০ দিনে ১ ডলার পেয়ে যাবেন।কেননা আমরা জানি ১০০০০ শাতাশিতে ১ ডলার হয়ে থাকে।

Thank you

;


Report Print

About Author


0 Response to "অনলাইনে গেইম খেলে বিটকয়েন ইনকাম করুন।ইনস্টান্ট প্রেমেন্ট"

একটি মন্তব্য পোস্ট করুন