Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Android এ আর থাকছে না মিষ্টানের নাম।রিলিজ হয়েছে Android Q এর অফিশিয়াল নাম


 সবাই কেমন আছেন,আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি।

বিশ্ব কাঁপানো অ্যান্ডুয়েড সিস্টেম এখন অ্যান্ডুয়েড কিউ আনার পরিকল্পনা আমরা সবাই জানি।কিন্ত অ্যান্ডুয়েড কিউ এর অফিশিয়াল নাম কি হবে তা নিয়ে সবার সমালোচনা ছিল অধিক।অবশেষে গুগল Android Q এর অফিশিয়াল নাম রিলিজ করেছে।আমরা জানি যে Android আগের বারসন গুলোর নাম মিষ্টানের নামের সাথে মিল রেখে রাখা হয়েছিল।কিন্তু Android Q এর অফিশিয়াল নাম মিষ্টানেরর সাথে মিল রেখে রাখা হবে না জানিয়েছে গুগল।অ্যান্ডুয়েড কিউের অফিশিয়াল নাম হবে জাস্ট অ্যান্ডুয়েড ১০.এরকম করে সামনে যতগুলা ভারসন আসবে অ্যান্ডুয়েড ১১,অ্যান্ডুয়েড ১২  রাখা হবে।


১০ বছর অ্যান্ডুয়েডের নাম মিষ্টান নামের সাথে মিল রেখে রাখা হচ্ছে কিন্তু এবছর গুগল এই মিষ্টান নাম আর রাখছে না।শুধু নাম নয় Android Q লগোতেো আনছে বিশেষ পরিবর্তন।তাদের অফিশিয়াল এক ব্লগে জানায় গ্লোবাল ইউজারদের কাছে তাদের অনেক অ্যান্ডুয়েডের নামের মানে জানা নাই।তাই গুগল এই বছর চায় এমন কিছু নাম রাখা হোক যা অর্থ বহনযোগ্য।মিষ্টান নাম গুলো সুন্দর কিন্তু বিশেষ কোন অর্থ বহন করে না।তাই গুগল এবার ব্যাপারটিকে আরো পরিস্কার ও গ্লোবাল ইউজারদের কাছে অর্থবহুল করতে চায়।


নামের পরিবর্তনের সাথে লগোও কিছুটা পরিবর্তন আনছে গুগল।সবুজ রং বাদ দিয়ে অ্যান্ডুয়েডের টেক্সট কালো কালারের ও ফ্রন্ট এর পরিবর্তন আনচে যাতে সবাই পড়তে পারে।




সবাইকে ধন্যবাদ!!


;


Report Print

About Author


0 Response to "Android এ আর থাকছে না মিষ্টানের নাম।রিলিজ হয়েছে Android Q এর অফিশিয়াল নাম"

একটি মন্তব্য পোস্ট করুন