১)মেজারমেন্ট বলতে কী বুঝ?
২)১ মিটার সমান কত ইঞ্চি?
৩) ১টি মেজারমেন্ট টেপকে কত ভাগে ভাগ করা যারা
৪)১ টি MEASUREMENT TAPE কত ইঞ্চি, কত গুতা, এবং কত সেন্টিমিটার ও মিলিমিটার আছে।
৫)১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার।
৬)১ ইঞ্চিকে কত ভাগে ভাগ করা যায় বর্ণনাকার?
৭)১ ইঞ্চিকে হাজার এর সাপে বর্ণনা কর?
৮)মেজারমেন্ট এর গুরুত্ব কী?
নিচে প্রশ্ন গুলোর উত্তর দেওয় হলো:
মেজারমেন্ট বলতে কী বুঝ?
মেজারমেন্ট ইংরেজি শব্দ এর অর্থ পরিমাপ। সেজারসেন্ট করে কোন বস্তুর গুনগত মান ও মাপ নির্ধারণ করা হয়। তাই কোন বস্তুর পরিমান করাকে মেজারমেন্ট বুঝি।
২) ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি।
৩) ১টি মেজারমেন্ট টেপকে ২ ভাগে ভাগ করা যায়।
- ইঞ্চি
- সেন্টিমিটার।
8) 1টি Measurement Tape এ ৬০ ইঞ্চি, ৪৮০ সুতা এবং ১৫০ সেন্টিমিটার ও ১৫০০ মিলিমিটার আছে।
৫)১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)।
১) ইঞ্চিকে ৮ ভাগে ভাগ করা যায়। যথাঃ
1/8 = ১ সুতা
1/4 = ২ সুতা
3/8 = ৩ সুতা
1/2 = 8 সুতা
5/8 = ৫ সুতা
3/4 = ৬ সুতা
7/8 = ৭ সুতা
1 Inch = ৮ সুতা
৭)১ ইঞ্চিকে হাজারের মাপে বর্ণনাঃ
১২৫ = ১ সুতা বা ১/৮
২৫০ = ২ সুতা বা ১/৪
৩৭৫ = ৩ সুতা বা ৩/৮
৫০০ = ৪ সুতা বা ১/২
৬২৫ = ৫ সুতা বা ৫/৮
৭৫০ = ৬ সুতা বা ৩/৪
৮৭৫ = ৭ সুতা বা ৭/৮
১০০০ = ৮ সুতা বা ১ ইঞ্চি
৮। সেজারমেন্ট এর গুরত্বঃ উৎপাদিত পণ্যের সাইজ যদি বিকনা থাকে তবে পন্যটি প্রবহারে উপযোগীতা থাকে না তাই পণ্যটি ব্যবহারের জন্য অব্যশই এর সাইজ ঠিক থাকতে হবে। এ পেজিতে বায়ার কর্তৃক অনুমোদিত মেজারসেন্ট শীট (কোক শীট) অনুযায়ী বিভিন্ন মেজারমেন্ট পরেন্ট ঠিক আছে কিনা তার সবিকৃতা যাচাই করতে হবে। পেক সীট অনুযায়ী বিভিন্ন মেজারমেন্ট পয়েন্ট সঠিক না আকলে পন্যটি ডিফেক্ট বলে গণ্য হবে।
;
Report Print
About Author
0 Response to "মেজারমেন্ট কাকে বলে, গুরত্ব ও ইঞ্চি, সেন্টিমিটারের পরিমাপ"
একটি মন্তব্য পোস্ট করুন