Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

Avash | Avash(আভাস) Song Lyrics Official

 Avash   this Music is  Song Sung by   &  thia Song  has  Lyrics by . Avash this song is published by YouTube Channel is Avash   . i hope this song lyrics is search you on google.we are provided Bangla Lyrics, Hindi Song Lyrics and English Lyrics Song.You Can get all kind of lyrics of our website  .Enjoy and visit us 🥰




Avash | Avash Song Lyrics Official 


Song Name : Avash

Singer : Tanzir Tuhin

Composition : Avash Band

Lyricist : Mehedi Hasan Nihon and Avash

Bass : Raajue Sheikh


 Guiter : Sumon Monjurul

Drums : Rinku Imam

Keys : Shawon Kaium

Production House : Goopy Bagha Productio


Avash Lyrics In Bengali :


কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়েবোঝেনা তবু এ মন,শান্ত নিবিড় পথে হেঁটে কাটেসারাদিন সারাক্ষন।শুন্যের পরে খুঁজেছি তোমায়অসীমের পথে তুমি,হও বলে সবে প্রান দিয়েছিলসবে অনুগামী।

তুমি আভাস হয়ে আশা,হতাশা মুখের হাসি..কত আদরে ভালোবেসেছিতোমার ওই মিষ্টি হাসি,তোমাকেই আজ বেঁধে নিয়েছিআমারও হৃদয়ও মাঝে।পথে যেতে হায়, সে ভালোবাসায়দুরু দুরু বুকটা কেঁপে যায়,ছুঁয়ে দিলে মন আজো আজীবন,হৃদয়ও সপেছি তোমায়।

তুমি আরাধনে মোর সাধনা,শত সুক্ষ দুস্থ কামনা,কত জল ছল, কত কোলাহল,তুমি শান্ত আবেশে যাতনা।

থেমে থাক আজ কথা সবযত হাহাকার আশা কলরব,পড়ে রবে সব, যত সদ্ভাবপ্রানে সংহার গেছি হারিয়ে।

দু’হাত তুলে ধরি বাড়িয়ে..আমি সৃষ্টি, তাই স্রষ্টায় ভালোবাসি।


যুগে যুগে জড় জীব সবেপড়ে রবে নিবিড় অবেলায়,ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।এখানে পড়ে আছে, কত শত প্রান,জীবনের গান গেছে হারিয়ে,


একা দাড়িয়ে অপেক্ষায়।

অস্তিত্বের মিছিলে, খোলা দেয়ালের ওপারে,রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।

কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি,তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।পথে যেতে হায়, সে ভালোবাসায়দুরু দুরু বুকটা কেঁপে যায়,ছুঁয়ে দিলে মন আজও আজীবন,হৃদয়ও সপেছি তোমায়।কত আদরে ..



আভাস গানের লিরিক্স লিখেছেন মেহেদী হাসান নিহন ও আভাস ব্যান্ড



Avash Lyrics In English :


Koto Proshner Boney Hariye JoriyeBojhena Tobu E MonShanto Nibir Pothe Hete KateSaradin SarakkhonShunner Pore Khujechi TomayOshimer Pothe 

Tumi

Hou Bole Sobe Praan DiyechiloSobe Anugami

Tumi Avash Hoye Asha,Hotasha Mukher HaasiKoto Adore ValobeshechiTomar Oi Misti HashiTomakei Aaj Bedhe NiyechhiAmaro Hridoyo MajhePothe Jete Hay Sey BhalobashayDuru Duru Bukta Kepe JaayChuye Dile Mon Aajo AajibonHridoyo Sopechi Tomay

Tumi Aradhone Mor SadhonaShoto Sukkho Dustho KamonaKoto Jol Chol, Koto KolaholTumi Shanto Abeshe Jatona

Theme Thaak aaj Kotha shobJoto Hahakar Asha KolorobPore Robe Sob Joto SodvabPrane Shonghar Gechi Hariye

Du haat Tule Dhori BariyeAmi sristi Tai Srostay Valobashi

Jugey Jugey Joro Jeeb SobePore Robe Nibir ObelayDhuli Dhushor Podo Chinho Anka Morur BalukayEkhane Pore Achhe Koto Shoto PraanJiboner Gaan Gechi HariyeEka Dariye OpekkhayOshtitter Michhile Khola Deyaler OpareRokto Plabone Tomar Khino Hashi





;


Report Print

About Author


0 Response to "Avash | Avash(আভাস) Song Lyrics Official "

একটি মন্তব্য পোস্ট করুন