Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তি বাতিল

 



গেল মঙ্গলবার চন্ডিকা হাথুরুসিংহেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। এবার সেই ৪৮ ঘণ্টা পরে তার সঙ্গে করা জাতীয় দলের কোচের চুক্তি বাতিল করল বিসিবি। তার জায়গায় নতুন কোচ ফিল সিমন্সকে অনুমোদনও দেওয়া হয়েছে। গতকাল বিসিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল বুধবার (১৬ অক্টোবর) কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছিলেন হাথুরুসিংহে। সেই জবাব পেয়ে বোর্ডের জরুরি সভা ডাকা হয়। সভায় সব কারণ বিবেচনা করার পরে বোর্ড হাথুরুসিংহের ব্যাখ্যাকে অসন্তোষজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেছে।


 তার কাজকে অসদাচরণ এবং কর্তব্যের অবহেলার হিসেবে বিবেচনা করছে বোর্ড। সুতরাং তার সঙ্গে করা চুক্তি অবিলম্বে কার্যকর হচ্ছে এবং তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। হাথুরুর জায়গায় ফিল সিমন্সকে চারটি টুর্নামেন্টের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।


সূত্র: ইত্তেফাক 

;


Report Print

About Author


0 Response to "হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তি বাতিল"

একটি মন্তব্য পোস্ট করুন