Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ছুটি নয়, টেস্ট দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি

 



বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নেই শাহিন শাহ আফ্রিদি। প্রথম টেস্টে চলাকালে প্রথম সন্তানের বাবা হন এই পেসার। ধারণা করা হয়েছিল, পরিবারের পাশে থাকতে দ্বিতীয় টেস্ট থেকে ছুটি নিয়েছেন আফ্রিদি।  


তবে দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় টেস্ট থেকে ছুটি নয় বরং বাদ পড়েছেন শাহিন। প্রতিবেদনে বলা হয়েছে, বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন এই তারকা পেসার।


প্রথম টেস্ট শেষে শাহিনকে তার নবজাতক সন্তানের সঙ্গে দেখা করতে করাচিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু মাত্র দুই দিন পরে রাওয়ালপিন্ডিতে ডেকে আনা হয় তাকে। 


সূত্র জানায়, যখন টিম ম্যানেজমেন্ট বাদ পড়ার কথা জানালে তাতে রীতিমত অবাক হন শাহিন। প্রশ্ন উঠছে, যদি দ্বিতীয় টেস্টে শাহিনকে খেলানোর কোন পরিকল্পনা না থাকে, তাহলে ডাকা হলো কেনো।


গতকাল সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১২ ক্রিকেটারের নাম প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ১২ জনের তালিকায় জায়গা হয়নি শাহিনের



;


Report Print

About Author


0 Response to "ছুটি নয়, টেস্ট দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি "

একটি মন্তব্য পোস্ট করুন