Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ফোন নম্বর লুকানো যাবে হোয়াটসঅ্যাপে

 

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি ও নিরাপত্তা বাড়াতে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। ‘ইউজারনেম ও পিন’ নামের ফিচাটির ব্যবহারকারীদের ফোন নম্বর অজানা ব্যক্তিদের কাছে লুকানোর সুযোগ দেবে। 



জানা গেছে, ফিচারটি তিনটি অপশন প্রদান করবে-ফোন নম্বর, ইউজারনেম ও ইউজারনেম উইথ পিন। এর মধ্যে ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করলে ব্যবহারকারীদের ফোন নম্বর অপরিচিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান হবে না। আর ‘ইউজারনেম উইথ পিন’ অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা চার সংখ্যার একটি পিন নম্বর নির্ধারণ করতে পারবেন। জানা থাকলেই শুধু অন্য ব্যক্তিরা তাকে বার্তা পাঠাতে পারবেন। 


এ নতুন ফিচার প্রাইভেসি বাড়াতে সহায়ক হলেও যারা এরই মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে রয়েছেন, তারা এখনো ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন। ফিচারটির মূল উদ্দেশ্য হলো অজানা ব্যক্তিদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ ও কল থেকে ব্যবহারকারীদের রক্ষা করা।


বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারনেম অ্যান্ড পিন ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষা করছে। এটি শিগ্গির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মোচন করা হবে বলে জানা গেছে। 


সূত্র: যুগান্তর 

;


Report Print

About Author


0 Response to "ফোন নম্বর লুকানো যাবে হোয়াটসঅ্যাপে"

একটি মন্তব্য পোস্ট করুন