Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

হাজার গোল করতে চান রোনালদো




৩৯ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেইসঙ্গে একের পর এক গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার। স্বীকৃত ফুটবলে এখন পর্যন্ত ৮৯৯ গোলের গোল করেছেন তিনি। ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 


তবে এখানেই থামতে চান না রোনালদো। ১ হাজার গোল করতে চান তিনি। ‘ইউর ক্রিশ্চিয়ানো’ নামে খোলা নিজের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সাবেক সতীর্থ ও বন্ধু রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে এই ইচ্ছের কথা জানিয়েছেন রোনালদো।


সৌদি ক্লাব আল নাসরের এই তারকা বলেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটা চাই। ফুটবলে তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’

;


Report Print

About Author


0 Response to "হাজার গোল করতে চান রোনালদো "

একটি মন্তব্য পোস্ট করুন