Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

 



আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর থাকবে না আপনি নতুন ভোটার হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনি ভোটার নিবন্ধনের পর যে টোকেন নম্বর বা ফরম নম্বর পেয়েছেন তা ব্যবহার করে আইডি কার্ড ডাউনলোড করতে হবে। এজন্য দেখুন- কিভাবে টোকেন দিয়ে আইডি কার্ড বের করবেন তার নিয়ম ।


এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য:


[সংক্ষেপে বলা হলো, নিচে বিস্তারিতঃ]

  1. প্রথমে NID Wallet APPS টি ইনস্টল করুন Google Play Store থেকে;
  2. ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে;
  3. স্লিপ নম্বর হলে টাইপ করুন NIDFN লিখে Slip No লিখুন যেমনঃ (NIDFN123456789) এবং NID নম্বর হলে NID নাম্বারটি লিখুন। এরপর জন্ম তারিখ লিখতে হবে;
  4. ক্যাপচা পূরণ করে সাবমিট করুন;
  5. বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন;
  6. মোবাইল নাম্বার টাইপ করে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন এবং OTP বসিয়ে দিন তারপর OK করুন;
  7. ফেইস ভেরিফিকেশন QR কোড Scan করুন;
  8. NID একাউন্টের Password set করুন ফেইস ভেরিফিকেশন করার পরে;
  9. লগইন করে নিন তারপর, ডাউনলোড লিংকে ক্লিক করে NID কার্ড ডাউনলোড করুন ।

;


Report Print

About Author


0 Response to "ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪"

একটি মন্তব্য পোস্ট করুন