স্কিটো সিম কি?
স্কিটো সিম আছে গ্রামীণফোনের একটি স্পেশাল এবং ইন্টারনেট ব্যবহারকারী প্যাকেজ। এই প্যাকেজ অন্যান্য আলাদা সিমের মত সার্ভিস প্রোদান করে থাকে। এই সিমটি মূলত ইন্টারনেট সিম হিসেবে পরিচিত এবং খুব কম দামে কেনা সম্ভব।
স্কিটো সিমের দাম কত?
স্কিটো সিম ইন্টারনেট সিম হিসেবে পরিচিত এবং বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই সিম খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যের মূল্যে ইন্টারনেট প্যাকেজ কেনা যায়। বর্তমান স্পিডে সিমের দাম হচ্ছে 200 টাকা।
স্কিটো সিম কোথায় পাবো।
স্কিটো সিমটি গ্রামীণফোনের একটি সিম। এই হিসেবে বিশেষত্ব হলো আপনি কম টাকার মধ্যে অনেক এমবি অফার পাবেন। যা অনন্য সিমের তুলনায় অনেক কম টাকায়। তাই এই সিমটি সবাই ব্যবহার করে থাকে। তো আসল প্রশ্ন হল এই সিমটি কোথায় পাবো। আপনি যে কোন গ্রাম ফোনের আউটলেট এই সিমটি পেয়ে থাকবেন। সিমটির মূল্য থাকবে ২০০ টাকা।
স্কিটো সিম কিনতে কি কি লাগে?
এই সিম কিনতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন, আপনার এনআইডি কার্ড, এক কপি ছবি ও আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই সিমটি ক্রয় করতে পারবেন।
;
Report Print
About Author
0 Response to "স্কিটো সিমের দাম || Skitto Sim Price Bd"
একটি মন্তব্য পোস্ট করুন