আজকের বিষয়ের টপিক হলো #কিভাবে ঘরে বসেই বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখবেন।এটি হলো একটি প্রাথমিক ধারণা যা থেকে আপনি ঘরে বসেই ফ্রিতে শিখতে পারেন ফ্রিল্যান্সিং এর উপরে কিছু তথ্য।
নিচের কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা আপনার ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কেননা এই টপিকে ফ্রিতে কোন কোন বিষয় আপনি লিখে রাখবেন,কোন আইডিয়া কাজে লাগাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
১. অনলাইনে সার্চ করার সময় গুরুত্বপূর্ণ তথ্য পেলেই সেগুলো বুকমার্ক বা সংরক্ষণ করে রাখতে হবে। এ জন্য ৫ থেকে ১০টি ওয়েবসাইট খুঁজে বের করুন, যেখানে আপনার নির্বাচিত বিষয়ে বিভিন্ন তথ্য রয়েছে এবং সেগুলো নিয়মিত হালনাগাদ করা হয়।
Related Search:
Ghore bose free launching korar upya
Freelancing free course
How to do freelance
Freelanching korar course.
How to do freelanch at home.
Home freelanch work.
ঘরে বসেই ফ্রিতে শিখুন ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং করার উপায়
ফ্রিতে করুন ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং বিভিন্ন কোর্স
২. ওয়েবসাইটের পাশাপাশি ৫ থেকে ১০টি ইউটিউব চ্যানেল খুঁজে বের করুন, যেখানে আপনার নির্বাচিত বিষয় প্রশিক্ষণের ভিডিও রয়েছে।
৩. ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার পছন্দের বিষয়ে চালু থাকা ২ থেকে ৫টি গ্রুপের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে হবে আপনাকে। এতে বর্তমানে কোন ধরনের কাজের চাহিদা রয়েছে, সে বিষয়ে ধারণা পাওয়া সহজ হবে।
৪. অনলাইনে প্রায় সব বিষয়েই বিনা মূল্যে উন্নত মানের কোর্স করা যায়। আর তাই আপনার পছন্দের বিষয়ে ২ থেকে ৩টা কোর্সে নিবন্ধন করে প্রশিক্ষণ নিতে হবে।
৫. অনলাইনে প্রায় সব বিষয়েই বিনা মূল্যে ই-বুক পাওয়া যায়। অনলাইনে প্রশিক্ষণের পাশাপাশি আপনার পছন্দের বিষয়ে।
এছাড়াও আমাদের দেশে ফ্রিল্যান্স কাজ করা ব্যক্তিদের নিয়ে অনলাইনে অনেকগুলো কমিউনিটি গ্রুপ রয়েছে, যারা ফ্রিল্যান্সবিষয়ক বিভিন্ন কনটেন্ট, সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি অনলাইনে লাইভ প্রশিক্ষণও দিয়ে থাকে।
ফলে প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি কাজ করার সময় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন যে বিষয়েই নতুন তথ্য পাবেন, সেটা লিখে রাখতে হবে। পরবর্তী সময়ে এসব তথ্য আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
সূত্রঃপ্রথমআলো
;
Report Print
About Author
0 Response to "ঘরে বসেই ফ্রিতে শিখুন ফ্রিল্যান্সিং|| Freelancing Shikun Ghore Bosei."
একটি মন্তব্য পোস্ট করুন