কথাগুলো বলার সময় সাকিবের চোখে-মুখে ছিল স্বস্তির হাসি। সত্যিই তো তাই! নাম, খ্যাতি, অর্জন—সবটাই তো সাকিবের সঙ্গে মানানসই।
একবার এক বিজ্ঞাপনে বলা হয়েছিল, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান—তাতে কিন্তু খুব একটা বাড়াবাড়ি ছিল না। বরং দেশব্যাপী খুব জনপ্রিয় হয়ে ওঠে এ লাইনটি। ক্রিকেটপ্রেমে বুঁদ হয়ে থাকা বাংলাদেশিদের জন্য সাকিব আল হাসান তেমনই এক চরিত্র।
নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বসেরা ক্রিকেটারদেরও একজন তিনি। দীর্ঘ ১৮ বছর বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো মহাতারকার জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। আজ তাঁর ৩৭তম জন্মদিন।
জন্মদিনটায় বরাবরই সাকিব ভক্তদের প্রাধান্য দেন। এবারও ব্যতিক্রম হয়নি।
রাজধানীর গুলশানে একটি রেঁস্তোরাতে ভক্তদের সঙ্গে কেক কেটে কাটিয়েছেন নিজের জন্মদিন। তার আগে হাজির হয়েছেন একটি ব্র্যান্ড প্রোমোশনের অনুষ্ঠানে। সেখানেই জন্মদিন নিয়ে তার ইচ্ছার কথা জানতে চাওয়া হয়। আর ছোট্ট জবাবে সাকিব জানিয়ে দেন নিজের স্বস্তির কথা।
ইভেন্ট ও ভক্তদের সঙ্গে কেক কাটা ছাড়াও সাকিব আজ রোববার (২৪ মার্চ) সময় দিয়েছেন মাঠে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা সাকিব মাঠে নামেন রূপগঞ্জের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে সবার নজরটা ছিল সাকিবের দিকে।
জন্মদিনে মাঠের পারফর্ম কতটা ভালো করেন সেটা দেখতেই ঢাকা থেকে ছুটে যান সাংবাদিকরা। কিন্তু দল জিতলেও সাকিব এদিন খুব বিশেষ কিছু করতে পারেননি। এদিন ব্যাট হাতে তিনি করেছেন ৩৪ রান।
সূত্র:এনটিভি
;
Report Print
About Author
0 Response to "জন্মদিনে সাকিব || Happy Birthday Shakib"
একটি মন্তব্য পোস্ট করুন