সারাক্ষণ কোনো না কোনো কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। কখনো চ্যাট কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, কখনোবা সিনেমা, নাটক দেখে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয় পড়াশোনা, গান শোনা সবই এখন এক স্মার্টফোনেই সেরে নেওয়া যায়। এছাড়া ঘরে বসে ব্যাংকের কাজগুলো মুহূর্তেই ফোন থেকে করে নিতে পারছেন।
ফোনের একটি সেটিংস বদলেই সমস্যার সমাধান করতে পারবেন। জেনে নিন কীভাবে কাজটি করবেন-
>> প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান।
>> এবার ‘কানেকশন অ্যান্ড শেয়ারিং’ অপশনটি ক্লিক করুন।
>> এখানেই পেয়ে যাবেন ‘প্রাইভেট ডিএনএস’ নামের একটি অপশন। এটিতে ক্লিক করুন।
>> এবার ‘প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম’ অপশনটি বেছে নিন এবং নিচে লিখুন:
Ads এর জন্য:
dns.adguard.com
পর্নোগ্রাফি আসা বন্ধ:
adult-filter-dns.cleanbrowsing.org
>> সেভ করুন। ব্যাস কাজ শেষ। মুক্তি পাবেন বিরক্তিকর বিজ্ঞাপন থেকে।
;
Report Print
About Author
0 Response to "ফোনে পর্নোগ্রাফি আসা বন্ধ করুন"
একটি মন্তব্য পোস্ট করুন