চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স ছিল সিলেট স্ট্রাইকার্সের। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বর্তমান রানার আপরা। অবশেষে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সিলেট। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ব্যাট করতে বিপর্যয়ে পড়লেও অধিনায়ক মোহাম্মাদ মিথুনের ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে ৪৬ বলে ৫৯ রান করেন সিলেটের অধিনায়ক।
১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। সিলেটের পেসার রিচার্ড নাগাভারার বোলিং তোপে ধুঁকতে থাকে ঢাকার ব্যাটাররা। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রাজধানীর দলটি।
এরপর সিলেটের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষ দিকে তাসকিন আহমেদের ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস হারের ব্যবধান কমায়। ২০ ওভারে ৯ উইকেটন হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ঢাকা। সিলেটের পক্ষে নাগাভারা নেন ৪টি উইকেট।
সূত্র:ইত্তেফাক
;
Report Print
About Author
0 Response to "বিপিএল/ অবশেষে জয়ের দেখা পেলো সিলেট"
একটি মন্তব্য পোস্ট করুন