Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

বিপিএলে মাশরাফির ফেরা নিয়ে যা জানালো সিলেট

 


চলমান বিপিএলে পাঁচ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্তুজা। তবে জাতীয় সংসদের হুইপের দায়িত্বের কারণে বিরতিতে যান সাবেক এই টাইগার অধিনায়ক। বিপিএলে মাশরাফির ফেরা নিয়ে কথা বলেছেন সিলেটের কোচ রাজিন সালেহ।




বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফির বিপিএলে ফেরা প্রসঙ্গে সিলেটের কোচ বলেন, 'ওর (মাশরাফি) সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে ওর অফিস নিয়ে খুব ব্যস্ত। যার কারণে এখন পারবে না। হয়ত পরের বছর আবার ভালোভাবে কামব্যাক করবে। মাশরাফির সাথে সবসময় আমাদের কথা হয়। কীভাবে কী করা যায় এসব নিয়ে ম্যানেজমেন্ট ওর সঙ্গে কথা বলে।'  


চলতি বিপিএলে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে সিলেট। তবুও প্লে অফে খেলার আশা করে রাজিন সালেহ আরও বলেন, 'আশা করছি ৩টি ম্যাচ যদি জিততে পারি, হয়ত প্লে-অফ খেলতে পারব। আমরা তো ৩টি ম্যাচ জিতেছি। এখনও আশায় আছি। বাকি ৩টি ম্যাচ জেতার জন্য যাব। বাকিটা দেখা যাক। আমাদের প্রথম লক্ষ্যই ছিল কোয়ালিফাই করা। আমাদের জন্য কামব্যাক করা কষ্ট হয়ে গেছে।' 


সূত্র: ইত্তেফাক

;


Report Print

About Author


0 Response to "বিপিএলে মাশরাফির ফেরা নিয়ে যা জানালো সিলেট"

একটি মন্তব্য পোস্ট করুন