Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

বিপিএল/ওয়ানডে অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ২০১৯ সাল থেকে টানা পাঁচ বছর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি। আজ বুধবার আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে তাকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।



ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এ তালিকায় ৩১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নবী, ৩১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সাকিব, ২৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, চার ও পাঁচে যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা।  


শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দারুণ ইনিংস খেলেন নবী। একটি উইকেটও পান। দুর্দান্ত এ পারফর্মেন্সে ভর করেই সাকিবকে টপকে গেছেন তিনি। পাশাপাশি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়েও সাত নম্বরে উঠে এসেছেন এই আফগান।


তবে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট সাকিবের। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং পয়েন্ট ২১৭। আর টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনে আছেন সাকিব।


সূত্র: ইত্তেফাক 

;


Report Print

About Author


0 Response to "বিপিএল/ওয়ানডে অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব"

একটি মন্তব্য পোস্ট করুন