Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

News/ বিশাল ব্যবধানে এগিয়ে সাকিব

 



রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই । এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।


মাগুরা-১ আসন থেকে আসা ৩ কেন্দ্রের ফলের ভিত্তিতে এগিয়ে আছেন সাকিব। ওই ৩ কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৩ হাজার ২০৭টি। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কার প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন মাত্র ৭১টি ভোট। 

;


Report Print

About Author


0 Response to "News/ বিশাল ব্যবধানে এগিয়ে সাকিব "

একটি মন্তব্য পোস্ট করুন