Welcome To Droidtrick99

Daily Update Our Site, Just keep claim it❤️.

ittefaq News/ মেসির সঙ্গে খেলা মিস করেন এমবাপ্পে

 


অ্যামাজন প্রাইম স্পোর্টে এমবাপ্পে বলেন, ‘লিও মেসির সঙ্গে খেলা আমি সবসময়ই মিস করি। আমার মত একজন ফরোয়ার্ড সবসময়ই এ ধরনের একজন সতীর্থ কাছে চায়। যার জন্য নিজের খেলার জায়গা তৈরি হয়, গোলের সুযোগ তৈরি হয়।


 ম্যাচ অনেক সহজ হয়ে যায়। সে শুধুমাত্র বলের যোগান দিবে, যে কারণে চিন্তামুক্ত ভাবে মাঠে খেলা যায়। সব মিলিয়ে তার সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু। মেসির জন্য সব ধরনের শ্রদ্ধা প্রাপ্য।’


পিএসজিতে থাকাকালীন এমবাপ্পে ও মেসি মিলে দুটি লিগ ও একটি কোপা ডি ফ্রান্স শিরোপা জয় করেছেন। তাদের সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।


 পরপর দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেয় পিএসজি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে পিএসজির বিদায় নেয়া ম্যাচটি ছিল নেইমার ও মেসির পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। ঐ ম্যাচে দুজনকেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়।


 সূত্র:  ইত্তেফাক


;


Report Print

About Author


0 Response to "ittefaq News/ মেসির সঙ্গে খেলা মিস করেন এমবাপ্পে "

একটি মন্তব্য পোস্ট করুন