সিলেটে ফরচুন বরিশাল যেন দেখলো ‘ওয়ান ম্যান শো’। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার একাই যেন গুঁড়িয়ে দিল তামিম-মুশফিক-রিয়াদ-মিরাজদের। প্রথমে ঝড়ো ব্যাটিং এরপর দুর্দান্ত বোলিং পাশাপাশি ফিল্ডিং সব মিলিয়ে তিনি একাই গুঁড়িয়ে দিয়েছে বরিশালকে, হয়েছেন ম্যাচও।
এমন পারফরম্যান্সের পেছনে গেল বছরে বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলে যাওয়ার অভিজ্ঞতা কোনো অবদান রেখেছে কি না, জানতে চাইলে ক্যাম্ফার বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে গত গ্রীষ্মে আমরা এখানে ছিলাম, লম্বা সফর ছিল।
গত বছরের বিপিএলেও খেলেছিলাম আমি। ঐ অভিজ্ঞতাগুলো বুঝতে শিখিয়েছে উইকেট কীভাবে আচরণ করে, ঢাকা থেকে এখানে আসা; খুব ভালো উইকেট এখানে। ভালো বাউন্স আছে এখানে। আরো বেশি অভিজ্ঞতা ও শেখার জায়গা এটা।
কিছু ছেলে এখন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, আমার মনে হয়, দল হিসেবে আমরা ওপরে উঠছি। আর সুন্দরভাবে এগোচ্ছি। দেশের বাইরে এসে শেখা ও চ্যালেঞ্জ নেওয়া ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা ভালো ব্যাপার।’
;
Report Print
About Author
0 Response to "Cricket News/বাংলাদেশকে নিজের দেশ মনে করেন ক্যাম্ফার"
একটি মন্তব্য পোস্ট করুন