চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মর্তুজা। পুরোপুরি ফিট না হয়ে বিপিএলে খেলায় মাশরাফির সমালোচনা করেছেন মোহাম্মদ আশরাফুল।
আনফিট মাশরাফিকে খেলিয়ে বিপিএলকে ছোট করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন আশরাফুল। তার এমন মন্তব্যের জবাব দিয়েছেন মাশরাফি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন, 'সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না।
অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি না (খেলাটা)। আর কে খেললে কে ভালো হতো এটা দলের বিষয়। ওকে (রাজা) না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারত, সেটা ভিন্ন জিনিস।
কে খেললে কে ভালো হতো এটা তো দল কারো সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি হচ্ছে ওইটাই হওয়া উচিত (তার বদলে তরুণদের খেলানো)।'
সূত্র: ইত্তেফাক
;
Report Print
About Author
0 Response to "Bpl News/আশরাফুলের মন্তব্যের জবাবে যা বললেন মাশরাফি"
একটি মন্তব্য পোস্ট করুন