সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনােদর দেখাবো কিভাবে মোবাইলে অতিরিক্ত বিঙ্গাপন আসা বন্ধ করবেন।
আজ আমি দুইটা প্রক্রিয়া দেখাবো ১) Google Chrome আর অন্যটি Mobile Phone এর বিঙ্গাপন বন্ধ করার কৌশল।
১)Google Chrome বিঙ্গাপন বন্ধ করার কৌশল:
আমরা সবাই এটা কম বেশি ব্যবহার করি।এটি অন্য ব্রাউজার থেকে অনেক দ্রুত আমাদের পৃষ্টাগুলি প্রদশন করে।এটি মোবাইল ফোন বা কম্পিউটারে বেশি ব্যবহার হয়।Google Chrome বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার।অনেক ওয়েব সাইট আছে যেগুলোতে প্রচুর বিঙ্গাপন দেখায়।যা আমাদের জন্য বিরক্তকর।
Google Chrome এ যেভাবে বিঙ্গাপন বন্ধ করেবন:
প্রথমেে আপনাকে Google Chrome ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে।
তারপর সর্ব ডানে তিন ডট চিহ্নে ক্লিক করতে হবে।
নিচের দিকে #Setting লিখাতে ক্লিক করে
#Site Settings এ ক্লিক করতে হবে।
তারপর আপনাকে Notification Setting এ ক্লিক করে Turn the setting off করতে হবে তাই হবে।
২)ফোনে বিঙ্গাপন বন্ধ করার কৌশল:
আমাদের দৈনন্দিন জীবনে ফোনের ব্যবহার বলে শেষ করা যাবে না।ফোন আমাদের নিত্যসঙ্গী হয়ে দাড়িয়েছে।আমরা বিভিন্নক্ষেতে ফোন ব্যবহারর করে থাকি।আমাদের শিক্ষা থাকে শুরু করে অফিস আদালত সব জায়গায় ফোন ব্যবহার হচ্ছে।কিন্তু ফোনে যখন বিঙ্গাপন দেখায় তখন আমরা বিরক্ত হই।
কিভাবে ফোনে বিঙ্গাপন বন্ধ করবেন:
প্রথমে আপনার ফোনের Setting এ ক্ললি করে #Google এ ক্লিক করেন।তারপর #Ads এ ক্লিক করে সবগুলো বন্ধ করে দেন।
আজ এই পর্যন্ত।আবার দেখা হবে অন্য কোন পোষ্ট নিয়ে।
;
Report Print
About Author
0 Response to "How to turn off mobile Ads."
একটি মন্তব্য পোস্ট করুন